শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় দীপিকার ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

হিন্দি সিরিয়ালের অন্যতম নামকরা তারকা দীপিকা কাক্কার এখন ফাইজা ইবরাহিম। হিন্দি বেশ কয়েকটি জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী দিপীকা কাক্কার নিজের সহকর্মী শোয়েব ইবরাহীমকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন ফাইজা।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ভোপালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। পোস্টে দীপিকা জানান, তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা আরও জানান, ‘সত্যিই, আমি ইসলাম গ্রহণ করেছি। তবে কখন, কোথায় ও কি অবস্থায় আমি মুসলিম হয়েছি তা সবাইকে জানানো প্রয়োজন মনে করছি না।

এটা সত্য, দর্শক ও মিডিয়ার সঙ্গে আমরা অভিনেতারা সব আনন্দ ভাগাভাগি করে থাকি। তবে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং আমি কাউকে আমার নিজের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দেইনি।’

তিনি আরও বলেন, ‘ইসলাম গ্রহণ করে খুবই ভালো লাগছে। আমি এটা কেবল নিজের খুশির জন্যই করেছি। আমার পরিবার আমার পাশে ছিল। ’ নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

এদিকে, বিয়ের পর শোয়েব ইব্রাহিমের সঙ্গে এই প্রথম হাজি আলি দরগায় গিয়েছিলেন দীপিকা কাকার। শুধু তাই নয়, হাজি আলি দরগায় গিয়ে প্রার্থনা করে যে শান্তি পেয়েছেন, তা আগে কখনও কোথাও গিয়ে অনুভব করেননি বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে দীপিকার স্বামী শোয়েব জানান, ‘বিয়ের আগে আমাদের দুই পরিবারের সম্মতি নিয়েই দীপিকা ধর্মান্তরিত হয়েছে। পরিবারের সদস্যদের সম্মতি ছিলো বিধায় এতো বড়ো একটা পদক্ষেপ নেওয়া গেছে। এখন বাইরের মানুষ কি বললো না ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা খুব সাধারণ মানুষ এবং সেভাবেই থাকতে চাই।’

আরও পড়ুন: ধর্মে মনযোগী হয়েছেন আরেফিন রুমি, ছেড়েছেন গান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ