শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

সিরিয়ায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার বলেছেন, সিরিয়ায় নির্বিচার হামলা চালিয়ে নৃশংস ভাবে নিরপরাধ নারী, শিশুসহ মুসলমানদের হত্যা করা হচ্ছে।

আর লজ্জাজনক ভাবে বিশ্ববাসী নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই অবস্থা মুসলিম বিশ্বকে নীরব থাকা উচিৎ নয়, অবিলম্বে সিরিয়ায় নারী শিশুসহ গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (৯ মার্চ’১৮) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে সিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা: মাকসুদুর রহমানের পরিচালনায়

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব অধ্যাপক শেখ লোকমান হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী আবদুল কাইয়ুম, সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব মাওঃ মমিনুল ইসলাম, ছাত্রসমাজের কেন্দ্রীয় সহকারী সম্পাদক সভাপতি জি এম মাহমুদ হাসান,

সাংস্কৃতিক সম্পাদক হুজাইফা আল মহদী, ছাত্রকল্যাণ সম্পাদক মাহবুব এলাহী, প্রচার সম্পাদক তারেক জামিল, গোলাম মোস্তফা, জহিরুল ইসলামসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তৃতায় অধ্যাপক শেখ লোকমান হোসেন বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ মধ্যপ্রাচ্যে আরও একটি গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ইতিহাস সৃষ্টি করেছে। স্বৈরাচার ও স¤্রাজ্যবাদী অপশক্তির নারকীয় গণহত্যার শিকার হয়ে চলেছে সিরিয়ার মুসলমানরা। এ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ