বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬


অনেক বড় দেশ আছে যাদের মন খুবই ছোট: সৌদিকে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিবেদক: সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের মন্তব্যের জবাবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রাহমান আল থানি বলেছেন, অনেক বড় দেশ আছে যাদের মন খুবই ছোট।

গত ৪ মার্চ মিশর সফরের সময় যুবরাজ বিন সালমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে আলাপে কাতার সংকট নিয়ে বলেছিলেন, ‘কাতারের ওপর অবরোধ খুবই তুচ্ছ একটি বিষয় আর ওই দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি মানুষ কায়রোর একটা রাস্তায় বাস করেন।’

এই মন্তব্যের জবাবে গতকাল বেলজিয়ামে এক অনুষ্ঠানে কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিন সালমান ‘সেকেলে চিন্তাভাবনা’র বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, ‘কোনো দেশের আকার কত বড় তা দিয়ে ওই দেশকে মাপা হয় না। আমরা ছোট দেশ হতে পারি। কিন্তু আমাদের নাগরিকদের সম্মান করা ও যত্ন নেয়ার মতো হৃদয় আমাদের আছে।’

কাতারের সাথে সৌদি আরব ও তার মিত্রদের চলমান সংকটকে যুক্তরাষ্ট্র ও কিউবার সংকটের সাথে তুলনা করে বিন সালমান বলেছিলেন, এটা দীর্ঘ মেয়াদে চলবে।

কাতার ইস্যু নিয়ে সৌদি আরব চিন্তিত নয়, বিন সালমানের এমন দাবিরও পাল্টা জবাব দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কাতার ইস্যু নিয়ে সৌদি আরব খুবই চিন্তিত। এর প্রমাণ হল যেকোনো বিবৃতি বা বৈঠকে তারা কাতার প্রসঙ্গ টেনে আনে।’

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ