শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

তালাক বিলের বিরুদ্ধে রাস্তায় নামতে পেরে নিজেকে ধন্য মনে করছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রুসমিনা খাতুন: অন্যান্য দিনের মতো আজকেও ইউনিভার্সিটি গিয়েছিলাম। দেখলাম বান্ধবীরা একসাথে বসে ক্লাসের ভিতর আলোচনা করছে আর বলছে- আজকে আমরা ক্লাস করবো না। চলো আমরা সবাই একত্রে আজ কলকাতার রাজপথে কেন্দ্র সরকারের নিয়ে আসা তিনতালাক বিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ করি।

এক বান্ধবী তার মাঝে বলে উঠলো, অবশ্যই আমরা প্রতিবাদ করবো কারণ শরীয়াহ দিয়েছে আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা পদ্ধতি। আমরা শুধুমাত্র শরিয়াহ মেনেই চলবো, মানবোনা কোনো মনগড়া আইন।

আর এক বান্ধবী বলে উঠলো কেনই বা প্রতিবাদ করবনা, সরকার তো ত্রুটিপূর্ণ বিল নিয়ে এসেছে যাতে আমরা মুসলিম নারীরাই ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আমাদের ক্ষতিপূরণ কি কেন্দ্র সরকার বহন করবে?

তাছাড়াও, আমরাতো সুখী আছি শরীয়ত মেনে তাহলে কেন আমাদের শরীয়তের প্রতি হস্তক্ষেপ করা হচ্ছে? আর কেনই বা মুসলিম মহিলাদেরকে জিজ্ঞাসা করা ছাড়াই এই আইন আনা হচ্ছে?

তাহলে কি বলতে পারিনা যে সরকার মুসলিম স্বামী-স্ত্রীর মধ্যে ব্যবধান সৃষ্টি করার চেষ্টা করছে।’

তারপর আমরা সমবেতভাবে কলকাতা মুসলিম ইনস্টিটিউট হলের সামনে বিভিন্ন জেলা থেকে আসা মুসলিম মহিলাদের মাঝে লাইন করে দাঁড়িয়ে পড়লাম এবং চললাম রানী রাসমণি রোডের দিকে। উপচে পড়া ভিড় দেখে নিজেরই মনে হলো আমরা তো সবাই শরীয়তের টানেই এখানে এসেছি। যা আমাদের প্রাণের চেয়েও প্রিয়।

তারপর চলতে চলতে লক্ষ্য পড়লো এক বৃদ্ধ জ্ঞানী মহিলার দিকে তিনিও হয়ত কোথা থেকে ছুটে এসেছেন। বাচ্ছা মেয়েগুলি কত শালীনতার সঙ্গে হিজাব পরিহিত অবস্থায় আমাদের সাথে হাঁটছে।

ছয় থেকে সাত হাজার মহিলাদের মধ্যে প্রায় সকলেই হিজাব করেছেন। মায়ের বয়সী মহিলারা যেন তাদের রান্নার কাজ ফেলে ছুটে এসেছেন। ছোট ছোট বোনেরা সব কেউ মাদ্রাসা বা মিশন থেকে ছুটে এসেছে, কেউ কেউ কলেজ বা ইউনিভার্সিটি থেকে।

আজকের রোদে পুড়ে দগ্ধ হয়ে সকলে হাতে বোর্ড নিয়ে হাঁটছেন এবং প্রত্যেকেই এই বিলের বিরুদ্ধে, এবং তারা চাইছে এই ত্রুটিপূর্ণ শরীয়ত বিরোধী বিল ফিরিয়ে নিতে।

তারপর রানী রাসমণি রোডে এসে দাঁড়াতেই দেখা হলো চেনা শোনা বান্ধবী সালমার সাথে। সালমা বললো, ‘আমিও এই বিলের বিরুদ্ধে কারণ শরীয়ত আমাদের কোনো ক্ষতি করেনি তাহলে অন্যের বানানো আইনে কেন আমরা ক্ষতিগ্রস্ত হওয়া মেনে নেব?

সূত্র: টিডিএন বাংলা, কোলকাতা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ