শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

শিশুকে বুকের দুধ খাওয়ানো নিয়ে যত ভুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বুকের দুধ খাওয়ানো নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করে সিজারিয়ান অপারেশনের পর বুকের দুধ খাওয়ানো যায় না। অথচ অপারেশনের পর পোস্ট অপারেটিভ রুমে নিয়ে গিয়ে বাচ্চাকে সহজেই বুকের দুধ খাওয়ানো যায় ।

অনেকে আবার জন্মে পর বুকের দুধ না দিয়ে মধু বা চিনি দেন বাচ্চাকে । এটাও ঠিক নয় । কেউ কেউ রয়েছেন বাচ্চার ডায়রিয়া হলে মায়ের দুধকে দায়ী করেন , এটাও ঠিক নয়।

শিশুকে কিন্তু সময় বেঁধে নয়, বারবার এবং যতবার শিশু চায়, ততবারই দুধ দিতে হবে। ধৈর্য ধরে খাওয়াতে হবে, খাওয়া শেষের আগেই সরিয়ে নেওয়া উচিত নয়। কারণ, বাচ্চা দুধ টানলে মায়ের মস্তিষ্কের ভেতরের পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে বেশি বেশি দুধ তৈরির উদ্দীপনা জাগায় । বাচ্চা যত বেশি দুধ টানবে তত বেশি হরমোন নির্গত হবে আর তত বেশি দুধ উৎপাদিত হবে। তাই বুকের দুধ তৈরির একমাত্র উদ্দীপনা হলো শিশুর বুকের দুধ টানা।

এ কারণেই যে মায়েরা একেবারে শুরু থেকেই বারবার বুকের দুধ দেননি, তাঁদের এই উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। এতক্ষণে নিশ্চয় বুঝেছেন দুধ পাচ্ছে না বলে ফমুর্লা বা কৃত্রিম দুধ কিছুতেই দেওয়া যাবে না, এতে মায়ের দুধ আরো কমে যাবে এবং শিশুর বুকের দুধ টানার অভ্যাসটাও চলে যাবে।

শিশুর কান্না থামাতে মুখে কোনো রকম চুষনি দেবেন না, এতে নিপল কনফিউশন হয়। কখনো কখনো পাম্প ব্যবহারে সুফল পাওয়া যায়। পাম্প করা দুধ প্রয়োজনে বাটি-চামচ দিয়ে শিশুকে দেওয়া যায়। বুকের দুধ খাওয়ানোর ভুল পদ্ধতিও দুধ তৈরির প্রক্রিয়াকে বাধা দেয় । তাই প্রথমেই মায়ের বাচ্চাকে কোলে শোয়ানো ও বুকে ধরা ঠিক রয়েছে কি না দেখতে হবে ।

বুকের দুধ না পেলে স্তনের বোটাকে শিশুর জন্য নিয়মিত চুষতে দিতে হবে। একবারে এক স্তন থেকেই দুধ খাওয়াতে হবে । দুই দিক থেকে খাওয়াবেন না । কারণ, প্রথম দিকের দুধে পানির পরিমাণ বেশি থাকে আর শেষ দিকের ঘন দুধে পুষ্টি বেশি থাকে । এতে বাচ্চার পেটও ভরে ।

লেখক : শিশু বিশেষজ্ঞ ,ঢাকা মেডিকেল। কনসালটেন্ট, ইনসাফ বারাকাহ হাসপাতাল মগবাজার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ