শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

ইফার চাকরি পাওয়া ১০১০ জন আলেমের প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমী সনদের সরকারি স্বীকৃতির পর সোমবার সকাল ১০ টায় এক সাথে ১ হাজার ১০ জন আলেম সরকারি চাকরিতে যোগদান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইফা।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় কওমী নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগদান করবেন। নিয়োগপ্রাপ্ত এ সব আলেমদের নিয়ে ইসলামি ফাউন্ডেশন মিলেনায়তন চত্বরে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় সোমবার।

বাংলাদেশের ইতিহাসে একসাথে এত কওমী আলেমের চাকরিতে যোগদানের ঘটনাকে বেশ সাফল্য বলে উল্লেখ করেছে ইফা।

বেলা ২.৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মশালার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বজলুল হক হারুন এমপি, সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

 

চাকরি প্রাপ্ত আলেমদের মধ্যে কুমিল্লা থেকে আগত একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা অনেক আনন্দিত যে সরকার আমাদের কে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা আশাবাদি যে আমাদের শিক্ষার মূল্যায়ন সরকারিভাবে করা হবে। তবে তাদের অনেকেই মাত্র দু’বছরের এ চাকরির সময় সীমা দীর্ঘ করার আশা ব্যক্ত করেন।

নিয়োগপ্রাপ্ত ১০১০ জন আলেমের বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে ১১হাজার ৩শত টাকা। তিনদিনের কর্মশালা শেষ হলেই তাদেরকে নির্দিষ্ট প্রতিষ্ঠিানে প্রেরণ করা হবে।

এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ