হাওলাদার জহিরুল ইসলাম: ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ মামলা বিষয়ে সংখ্যাগরিষ্ঠ শীর্ষ উলামা ও ইসলামি নেতৃবৃন্দের বিপরীতে নিজস্ব মতামত পেশ করেছিলেন আল্লামা সালমান হাসানি নদভি৷
হিন্দু গুরু রবি শংকরের সাথে তিনি এ বিষয়ে কয়েকটি বৈঠকও করেছিলেন৷
তার কথা ছিলো, বাবরি মসজিদ মামলা আদালতে নয় বরং হিন্দু মুসলিম এক সাথে বসে ফায়সালা করবে এবং তিনি এও বলেছিলেন, বাবরি মসজিদের স্থান হিন্দুদের দিয়ে দেয়া হবে৷
এর পরিবর্তে অন্য জায়গায় মুসলমানদের একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জায়গা বরাদ্দ দিতে হবে৷
তার এই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়৷ এর জেরে তাকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্বাহী সদস্য পদও হারাতে হয়৷
তবে গত ১মার্চ তিনি ১০ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়ে তার আগের অবস্থান থেকে রুজু করে সংখ্যাগরিষ্ঠ আলেমের মতামতের সাথে সহমত পোষণ করেছেন৷
সেখানে তিনি বলেছেন, ‘আমি মুসলিম অমুসলিম সবার উদ্দেশ্যে বলছি, বর্তমানে রাম মন্দির বাবরি মসজিদের মামলার ইস্যুর আলোচনা চলছে৷ যার মুকাদ্দামা দীর্ঘ ২৫ বছর যাবত বিচারাধীন রয়েছে৷ কিন্তু কোনো চূড়ান্ত ফায়লালা এখনো হতে পারেনি৷
আমাদের উদ্দেশ্য ছিলো, এক ধরনের সন্ধির দিকে এগিয়ে যাওয়া এবং একটি সঠিক সমাধানে পৌঁছানো৷ দেশে যে সাম্প্রদায়িকতার অন্ধকার বিরাজমান তা দূর করতে হলে হিউম্যানিটির উপর ভিত্তি করে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকা জরুরি৷ সে হিসেবেই আমি চেয়েছিলাম একটি সমোঝতা হয়ে যাক৷
একই মনোভাব পোষণ করেন হিন্দু গুরু শ্রী রবি শংকর৷ তিনি এ বিষয়ে মানুষের সাথে ধারাবাহিক সাক্ষাত করছিলেন৷ ফলে আমিও তার সাথে কয়েকবার সাক্ষাত করি৷ দুই বার তো হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে৷
৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরে সাথে সরাসরি সাক্ষাত হয়৷ সর্বশেষ ১ মার্চ লক্ষ্মৌতে তার সঙ্গে সাক্ষাত হয়৷ এ সাক্ষাত তো বাবরি মসজিদ ইস্যুর সমাধানের উদ্দেশ্যেই হয়েছে৷
যেখানে মামলার ২৫ বছর অতিবাহিত হয়ে গেছে, হাজারো মানুষ শহিদ হয়েছে এমন স্পর্শকাতর বিষয়ে পরস্পরে সমাধা করে নেয়াই আমার মাকসাদ ছিলো৷
কিন্তু শেষ পর্যন্ত আমাদের মনে হয়েছে, মুসলমানদের মধ্যে যেমন বড় একটি সংখ্যা এভাবে সমাধান চান না তেমনি হিন্দুদের মাঝেও কট্টপন্থী সংগঠনের ব্যক্তিবর্গও সমঝোতা চায় না৷ তারা তো নানা প্রকারের ঘোষণাও দিয়ে আসছে৷
আমরা তো চাচ্ছিলাম শান্তি প্রতিষ্ঠা হোক৷ কিন্তু এখন তো দেখি অশান্তি বাড়ছে৷ বহু মুসলিম নেতা বিরক্ত ও পেরেশান হচ্ছেন৷ রবি শংকরের সাথে কথা বলার সময় বিষয়টি সামনে আসলে তিনিও জানালেন, তার ধর্মের লোকেরাই তাকে নানা হুমকি ধমকি দিচ্ছে৷
তিনি বলেন, আমি এটা পরিস্কার করে দিতে চাই, আদালতের রায়ের অপেক্ষা আমরাও করতে চাই৷ এতে কোনো সমস্যার কিছু নেই৷ তবে এ বিষয়ে যারা আমাকে অতিরিক্ত কথা বলছেন, গালি দিচ্ছেন তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে৷
মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি ও মাওলানা রাবে হাসান নদবি আমাদের বড় ও মান্যবর৷ তাদের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে৷
এ বিষয়টি নিয়ে তাদেরকে পেরেশান ও চিন্তিত দেখতে পাচ্ছি তাই আমি আবারও স্পষ্ট করে বলছি, বাবরি মসজিদ বিষয়ে আদালতের রায়েরই অপেক্ষা করবো৷ এর বাইরে তড়ঘড়ি কোনো ফায়সালা গ্রহণ করবো না৷ আমার কারণে আমার বড়দেরকে চিন্তিত দেখতে চাই না৷
যেহেতু দুই ধর্মের নেতৃবৃন্দ সমোঝোতার জন্য তৈরি নয় তাই বাবরি মসজিগ মামলা ইস্যুকে আমাদের এজেন্ডা থেকেই খারিদ করে দিচ্ছি৷
আমি আলাদা কোনো বোর্ড তৈরি করছি না৷ বরং ‘হিউম্যানিটি ওয়েলফেয়ার’ নামে একটি সংগঠন বানানো হচ্ছে যা সব ধর্মের মানুষের মানবাধিকার নিয়ে কাজ করবে৷ এর সাথে মুসলিম পার্সোনাল বোর্ডের কোনো সম্পর্ক নেই৷ দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস৷
তবে পার্সোনাল লা বোর্ডের কাছে আমার অনুরোধ, বোর্ডের কিমিটি তালিকা পবিত্র করুন৷ এমন কিছু মানুষকে কমিটির তালিকায় রাখা হয়েছে যারা কোনো ধর্মের মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়৷ বোর্ড থেকে ওয়াইসিকে (ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি) বাদ দিন৷
তার যে পরিচয় তা কোনো ভালো পরিচয় নয়! তাকে বের না করা হলে এটাই ধরে নেয়া হবে যে বোর্ড ওয়াইসির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে৷
কামাল ফারুকী, কাসেম রাসুল ইলিয়াস, ইউসুফ পাসালাকেও বোর্ড থেকে বের করতে হবে৷ এদের বিদায় করলেই আমি বোর্ডে ফিরে যেতে চাই৷ অবশ্য না বোর্ডের আমার প্রয়োজ, না আমার বোর্ডের প্রয়োজন৷
তবে বোর্ডের যা ত্রুটি আছে সেগুলোও দূর করার আবেদন জানাচ্ছি৷ আমি মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি ও মাওলানা সাইয়িদ রাবে হাসানি নদবির সম্মানের প্রতি খেয়াল রেখে আমি আমার পূর্বের অবস্থান থেকে ফিরে আসছি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডে দীর্ঘ ৩২ বছর সম্পৃক্ত থাকায় আমি বোর্ডে ফিরে যেতে চাই৷
সব মুসলমানের কাছে অনুরোধ, আপনারা শান্ত থাকুন৷ চিন্তিত হবার কিছু নেই৷ আর যারা একজন আলেমের শানে অসম্মানজনক কথা বলেছেন তারা তওবা করুন৷ আমরা চাই সবার কাছে ইসলামের আসল পরিচয় ছড়িয়ে যাক৷ সর্বত্র শান্তি বজায় থাকুক৷
https://www.facebook.com/nur.alkarim/videos/1773325269397738/?t=0
একমঞ্চে নরেন্দ্র মোদি ও মাহমুদ মাদানী; জাতীয় ঐক্যের পয়গাম