শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সেই উপজেলা চেয়ারম্যান এবার পেটালেন শিশু শিক্ষার্থী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

নাম তার ইকবাল আহমদ। সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি তিনি। গত বছরের অক্টোবরের শেষ দিকে অসুস্থ এক শিক্ষিকার শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়ার ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে তিনি দেশব্যাপী সমালোচিত হয়েছিলেন। সেই চেয়ারম্যান এবার গাড়িতে দাগ ফেলার অভিযোগে জহিরুল ইসলাম মুন্না নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জকিগঞ্জের হাইদ্রাবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জের হাইদ্রাবন্দ গ্রামের মৃত সরফই মিয়ার ছেলে। সে জকিগঞ্জের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। চেয়ারম্যান ইকবাল আহমদের মারধরে আহত হয়ে মুন্না এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, আজ (বুধবার) দুপুরে চেয়ারম্যান ইকবাল আহমদ সরকারি গাড়ি নিয়ে পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় জহিরুল ইসলাম মুন্না গাড়ির কাচে হাত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন ইকবাল আহমদ। এরপর জহিরুল ইসলাম মুন্নাকে ধরে রাস্তায় ফেলে মারধর করেন।

মুন্নার মা শাহানারা বেগম বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে বলেন, ‘বাড়ির সামনে দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন উপজেলা চেয়ারম্যান। এসময় আমার ছেলে তার গাড়ির গ্লাসে হাত দিলে তিনি তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। পরে আমার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন।’

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, ‘ছেলেটি আমার গাড়িতে ঘষা দিয়ে দাগ ফেলেছে। তাই তাকে ধরে কয়েকটা চড় দিয়েছি। ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি পক্ষ ছেলের মাকে বুঝিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করিয়েছে।’

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ মেহেদী বলেন, ‘ছেলের মায়ের অভিযোগ, তার ছেলেকে উপজেলা চেয়ারম্যান মারধর করেছেন। ওই ছেলে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তার ভেতরে ভয় ঢুকে গেছে বলে মনে হচ্ছে। তার চিকিৎসা চলছে।’

উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জকিগঞ্জের খলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক নারী শিক্ষকের ঘুমন্ত ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন।ওই নারী শিক্ষক তখন দাবি করেন,দায়িত্ব পালনকালে অসুস্থবোধ করায় তন্দ্রারত ছিলেন তিনি। সেসময় গোপনে এসে তার ছবি তুলে ফেসবুকে ছবি ছড়িয়ে দেন ওই উপজেলা চেয়ারম্যান।অনুমতি ছাড়া বিদ্যালয়টিতে প্রবেশ করে ওই ছবি তোলায় তীব্র সমালোচিত হয়েছিলেন ইকবাল।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ