শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

৫২-এর ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

খেলাফতে ইসলামীর মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেছেন, ভন্ড পীর ও বেদআতিরা সমাজের জন্য ক্যানসার। এই ক্যানসার ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। এতোদিন কৌশলে তারা সরলমনা মুসলমানদের ঈমান ছিনিয়ে নিত।

আর এখন সন্ত্রাসী কায়দায় হক্বপন্থী আলেম-উলামা ও কওমী মাদ্রসা পড়–য়া ছাত্রদের প্রাণও কেড়ে নিতে শুরু করেছে। গতকাল রাতে সিলেটের জৈন্তাপুরে ভন্ড আটরশি পীরের জঙ্গী মুরিদদের অতর্কিত হামলায় শহীদ হয়েছে মাদ্রাসা পড়–য়া দু’ ছাত্র। আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় উত্তপ্ত পুরো দেশ।

তিনি বলেন, ভন্ড বিদআতিদের সহিংস তান্ডবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় ঈমান নিয়ে সমাজে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়বে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় পল্টনস্থ কার্যালয়ে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ আয়োজিত ৫২-এর ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহা.খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ আবুল হাসিম শাহী, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন, দপ্তর সম্পাদক ইলিয়াছ আহমদ, অন্যতম নেতা আরিফুর রহমান, ইরফান পাঠানসহ অন্যান্য নেতৃবন্দ।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, মাতৃভাষার খোদার সেরা দান। ভাষা শহীদগণ দেশের অমূল্য সম্পদ। ১৯৫২ সালে তারা রাজপথে ভাষার জন্য রক্ত দিয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করে গেছেন।

ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম বলেন, ২১ ফেব্রুয়ারী ভাষা দিবস আর্ন্তজাতিক স্বীকৃতি পেলেও আমাদের দেশে সরকারী-বেসরকারী অনেক অফিসেও বাংলা ভাষা উপেক্ষিত। আমরা রাষ্ট্রের সকল স্তরে বাংলা ভাষাকে দেখতে চাই। এটা এখন সময়ের দাবী।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ