আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়ার মতো একটি অ্যাপ চালু করতে যাচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার ৩২ তম জনদ্রিয়া জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক উৎসবে অ্যাপটির উদ্বোধন করা হয়। আগামী বছর থেকে অ্যাপটি কাজ শুরু করবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
জানা গেছে, অনেকটাই ফেসবুক চ্যাটের মতো হবে অ্যাপটি। সেখানে কোনো প্রশ্ন করা হলে স্বয়ংক্রিয়ভাবে উত্তর চলে আসবে।
মূলত হজ ও ওমরাহ পালনকারীদের জন্য প্রয়োজনীয় জিজ্ঞাসার উত্তর দিতে পারবে অ্যাপটি।
সূত্র : সৌদি গেজেট
‘আমিও মুসলমান হবো’