সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

কীভাবে জানবেন আপনার ফোনটি ফোর-জি সাপোর্ট করে কি না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আপনার ফোন এবং সিমকার্ডটি ফোরটি সাপোর্ট করবে কিনা, একটি এসএমএসের মাধ্যমেই তা জেনে নিতে পারবেন।

এজন্য গ্রামীণফোন গ্রাহকরা *১২১*৩২৩২# লিখে ডায়াল করলে ফিরতি এসএমএসেই আপনার সিম ও হ্যান্ডসেটটি ফোরজি কিনা সেই তথ্য জানতে পারবেন।

এজন্য রবি ও এয়ারটেল ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২৩*৪৪# লিখে।

বাংলালিংক গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে ফোরজি লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানতে পারবেন সিমটি ফোরজি কিনা।

টেলিটক এ বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানায়নি।

প্রাথমিকভাবে এই সেবা আইফোনের বেশিরভাগ হ্যান্ডসেটেই পাওয়া যাবে না বলে জানিয়েছে বিটিআরসি। আর এই সেবা নিতে দরকার হবে তিনটি বিষয়ের। চলুন জেনে যাক এ সেবার বিস্তারিত।

রবি’র রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শাহেদ আলম ফোরজি সেবা নিয়ে বলেন, এ সেবা নিতে হলে মূলত তিনটি বিষয়ের প্রয়োজন হবে। প্রথমত, আপনাকে ফোরজি সিম নিতে হবে, হ্যান্ডসেটটিতে ফোরজি সাপোর্ট করতে হবে এবং ফোরজি নেটওয়ার্কের মধ্যে অবস্থান করতে হবে।

তবে মোবাইল ফোন অপারেটরগুলো কিছুদিন আগে থেকেই ফোরজি সিম কার্ড বাজারে ছাড়তে শুরু করেছে।

অন্যদিকে ফোরজি সাপোর্ট করবে এমন হ্যান্ডসেটও রয়েছে অনেকের হাতে। তবে এই হ্যান্ডসেটের সংখ্যা মাত্র ৮ শতাংশ বলে দাবি করেন শাহেদ। সময়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ