শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

কামড়ানোর প্রতিশোধ নিতে সেই সাপেরই মাথা চিবিয়ে খেলেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাগ হলে কি আর হুঁশ থাকে! রাগের বশে অনেকেই বোধবুদ্ধি খুইয়ে বসেন। তবে, সাপ কামড়েছে বলে তার মাথা চিবিয়ে খেতে শোনা যায়নি তেমন ভাবে। কিন্তু, রাগের মাথায় সেটাই করে এখন হাসপাতালে ভর্তি উত্তরপ্রদেশের হরদোইয়ের বাসিন্দা সোনেলাল।

ভারতের সোনেলালের পড়শি রামসেবক, রামস্বরূপরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তাঁকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স করে সোনেলালকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তাঁরা জানান, সোনেলালকে সাপকে কামড়েছে। সেই মতো সোনেলালের শারীরিক পরীক্ষা করা হয়। তবে তাঁর দেহে সাপে কাটার কোনও চিহ্ন মেলেনি।

ঘণ্টা তিনেক পর রাত ১০টা নাগাদ হুঁশ ফেরে ওই যুবকের। এর পর তিনি জানান, ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে তিনি গরু-বাছুরদের দেখভাল করছিলেন। সেই সময়ে তাঁকে একটি সাপ কামড়ায়। আর তাতেই প্রচণ্ড রেগে যান সোনেলাল। এর পরেই সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন তিনি। শুধু তা-ই নয়। এর পর সাপের মাথা ছিঁড়ে তা চিবিয়ে ফেলেন। মুখ থেকে তা ফেলে দেওয়ার পরই বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

চিকিৎসকেরা জানিয়েছেন, সোনেলালকে ওষুধ দেওয়া ছাড়াও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মতে, সোনেলালের দেহে সাপে কাটার কোনও দিহ্ন মেলেনি। সাপটি বিষাক্ত হতে পারে। তাই মাথার অংশ চিবিয়ে খাওয়ার ফলেই বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি।

 

সোনেলালের এই কাণ্ড শোনার পরই তাঁকে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমে যায়। স্থানীয় এক ব্যবাসায়ী মুকেশ গুপ্ত বলেন, “আমি তো বিশ্বাসই করতে পারছি না। কী ভাবে এক জন সাপকে কামড়াতে পারে!” উত্তরপ্রদেশের মেন্টাল হেলথ সোসাইটি-র সচিব এসসি তিওয়ারির মতে, “এটা কোনও মানুষের স্বাভাবিক আচরণ হতে পারে না।

একমাত্র ভয়ানক আগ্রাসী বা মানসিক বিকারগ্রস্ত হলেই এমনটা করতে পারেন কেউ।” তবে পড়শিদের কার কারও দাবি, সোনেলাল আসলে নেশাগ্রস্ত মানুষ!

আনন্দবাজার পত্রিকা/এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ