মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

ইরানে ৬০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে পর্বতময় এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ওই বিমানটিতে প্রায় ৬০ জন আরোহী ছিলেন। যাত্রীদের সবাই নিহত হয়েছে বলে জানা  গেছে।

মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, বিমানটি ইসফাহান প্রদেশের সেমিরম শহরের কাছে জাগরোস পর্বতে বিধ্বস্ত হয়। বিমানটি তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাচ্ছিল।

দেশটির জরুরি সেবার একজন মুখপাত্র বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সব জরুরি বাহিনীকে সজাগ রাখা হয়েছে। ওই বিমানে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে জরুরি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে পারছে না।

এদিকে প্রায় এক সপ্তাহ আগে ৭১জন আরোহী নিয়ে একটি রুশ বিমান ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

বিবিসি/এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ