মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় এক আত্মঘাতী হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে মাইদুগুরি শহরের কাছে এক মাছ বাজারে তিন আত্মঘাতী এই হামলা চালায়। হামলা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, হামলাকারীরা সবাই ছিল নারী। তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

ইদ্রিসা বানা নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা একযোগে তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। তখন বাজারে বহু মানুষ কেনাকাটা করছিলেন।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরি। শহরটিতে ২০০৯ সাল থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ