শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

হজ্ব-উমরা পুরস্কার ঘোষণা: বেফাকুল মাদারিসিদ্দীনিয়য়্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বেফাকুল মাদারিসিদ্দীনিয়য়্যা (জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড)এর অধীনে তাকমীল (মাষ্টার্স) সমাপনি পরিক্ষায় ১ম স্থান অধিকারীকে হজ্ব ও ফযীলত (স্নাতক) স্থরে ১ম স্থান অধিকারীকে উমরা করানোর ঘোষণা দিয়েছে।

এছাড়া এ শিক্ষাবোর্ডের অধীনে প্রত্যেক স্থরের ১ম ,২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে নগদ অর্থ পুরষ্কৃত করা হবে ।

আগামী ৩রা মার্চ জাতীয় বেফাকের অস্থায়ী কার্যলয় জামিআ ইকরা প্রাঙ্গনে এক আরম্বরপুর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে । বিগত ১৪ ফেব্রুয়ারি বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ এর সভাপতিত্বে অনুষ্টিত প্রতিনিধি সম্মেলনে উক্ত সিদ্ধান্ত গুলো হয় ।

"ঘোষিত হজ্জ ও উমরা পুরস্কার বুঝিয়ে দিবে জাতীয় বেফাক"

দাওরায়ে হাদীসে (মাস্টার্স) প্রথম স্থান অধিকারকারীকে বোর্ডের পক্ষ থেকে হজ্জ করানো এবং ফযীলতে (স্নাতক) প্রথম স্থান অধিকারকারীকে বোর্ডের পক্ষ উমরা করানোর মাধ্যমে সম্মানিত করা হবে এছাড়া অন্যান্য স্তরের পরীক্ষার্থীদেরকে পাঁচ লক্ষাধিক টাকার পুরস্কার দেওয়া হবে এমন ঘোষনা বাস্তবায়নের দিন-ক্ষন নির্ধারণ করেছেন বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ (জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড) এর চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাফিযাহুল্লাহ।

আগামী ৩রা মার্চ রোজ শনিবার রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইক্বরা বাংলাদেশ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আসাদুজ্জামান খান কামালের হাত থেকে শিক্ষার্থীরা এ পুরস্কার গ্রহণ করবে বলে জানান হজ্জ পুরস্কার বিজয়ী মাদরাসার প্রিন্সিপাল, বোর্ড মহা সচিব, মুফতি মুহাম্মদ আলী হাফিযাহুল্লাহ।

গত ১৪ই ফেব্রুয়ারি রাজধানীর জামেয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলূম বনশ্রীতে পুরস্কার বিতরনী অনুষ্ঠান বাস্তবায়নের প্রস্তুতি সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ছয় বোর্ডের চেয়ারম্যান-মহাসচিব, ঢাকার সকল মাদরাসার মুহতামিম-নাযিমে তা'লীমাত,গোটা দেশ থেকে আগত বোর্ডের জেলা প্রতিনিধিবৃন্দ, বোর্ডের সাথে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম-নাযিমে তালীমাত-আসাতিযায়ে কেরাম ও বোর্ডের শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ীগন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ