রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


পরিবার নিয়ে ওমরাহ পালন করলেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশী সিরিজের পর পরিবার সহ ওমরাহ করতে এই মুহূর্তে মাশরাফি বিন মুর্তজা সৌদি আরবে। সাথে রয়েছে অারেক উইকেট কিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে আছেন তার স্ত্রী ও দুই সন্তান। নুরুলের সঙ্গে তার স্ত্রী। পরিবার নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত পরশু। দুজন দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট ছোট কেশবিন্যাসে সফেদ পাঞ্জাবিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে মাশরাফি। তার পাশে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান।

মাশরাফি-নুরুল দুজনের মুখেই প্রশান্তির ছায়া। অবশ্য মনের প্রশান্তি আর ধর্মীয় গুরুত্ব ভেবেই তাদের বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক দিন পরই মাশরাফি ও নুরুল সৌদি আরব গেছেন ওমরাহ করতে। হঠাৎ করে নয়, ত্রিদেশীয় সিরিজ শুরুর পর থেকেই মাশরাফির পরিকল্পনা ছিল ওমরাহ করবেন।

আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

মাশরাফি-নুরুলের মতো কদিন আগে একসঙ্গে ওমরাহ করেছেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীসও।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ