শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের কেরাত ও হেফজ প্রতিযোগিতা, অংশ নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কেরাত ও হেফজ প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। বিগত বছরের মতো এ বছরেও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সাথে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কিরাত ও হেফজ প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইকনা।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৯শে এপ্রিল শুরু হবে এবং একাধারে ২৬শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। এই প্রতিযোগিতা শুধুমাত্র পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতা মুল শর্ত হচ্ছে যেসকল দেশ থেকে প্রতিনিধিগণ আসবে তাদেরকে সেসকল দেশের নাগরিক হতে হবে। বিগত বছরসমূহে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে। সুর সহকারে কিরাত এবং কিরাতের সকল নিয়ম-কানুন মেনে কিরাত করতে হবে। প্রত্যেক প্রতিনিধি শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, প্রত্যেক প্রতিনিধি তার সাথে একজন সঙ্গী রাখতে পারবে। প্রতিনিধি এবং তার সহযোগীর ভিসা, বিমানের টিকিট এবং থাকার সকল খরচ প্রতিযোগিতার আয়োজক কমিটি বহন করবে।

অংশগ্রহণ করবেন যেভাবে 
প্রতিযোগিতার নিয়মাবলী সম্পর্কে quraniran.ir ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ করা হয়েছে ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেসকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে, পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি, নিবন্ধন ফর্ম সংযুক্ত করা ২ কপি ছবি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ১৪৩৯ হিজরির ১৮ই জমাদিউস সানি তথা ২০১৮ সালের ৭ মার্চের মধ্যে awqafiran@vahoo.com প্রেরণ করতে পারেন।

এছাড়াও সরাসরি কথা বলার জন্য ০০৯৮৯২২-৩৭৮৪০৯৩ এবং ফ্যাক্স ০০৯৮২১-৬৪৮৭২৬২৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এছাড়াও সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রামের জন্য awqafiran@ এড্রেস ও ওয়াটস আপের জন্য ০০৯৮৯২২-৩৭৮৪০৯৩ যোগাযোগ করতে পারেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ