সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তাদের দুর্দশা দেখে ব্যথিত হন তিনি। তাদের জানিয়েছেন, ইন্দোনেশিয়া সব সময় রোহিঙ্গাদের পাশে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য বাংলাদেশ প্রশংসা পাওয়ার দাবিদার।

আজ রোববার কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন জোকো উইদোদো। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেশটির ফার্স্ট লেডি ইরিয়ান জোকো উইদোদো।

রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সেখান থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে। দুপুর আড়াইটায় তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে আলাপ করেন তিনি। তিনি রোহিঙ্গা নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনের সহিংসতার বিবরণ শোনেন।

এর আগে সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ৫ টি চুক্তি স্বাক্ষর হয়।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জোকো উইদোদো আরও বলেন, ইন্দোনেশিয়ার সরকার ও জনগণ রোহিঙ্গাদের যথাযথ সহযোগিতা করে যাবে এবং সবসময় রোহিঙ্গাদের পাশে থাকবে।

সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত ইন্দোনেশিয়া সরকার পরিচালিত ফিল্ড হসপিটাল, শিশু শিক্ষা কেন্দ্র, বিশুদ্ধ পানীয় জলের টিউবওয়েল পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা শিশুদের খেলনা সামগ্রী উপহার দেন।

রোহিঙ্গাক্যাম্পে বাইতুল মুকাদ্দাসের ইমাম; গরীব এন্ড এতীম ট্রাস্টের ত্রাণ বিতরণ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ