শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

২৪ মার্চ সিলেটে জমিয়তে উলামার মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জুহর জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে আমেলার এক জরুরি অধিবেশন দলের অস্থায়ী প্রধান দফতর দারুল উলুম কানাইঘাট মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামার কেন্দ্রীয় আমির আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরীর সভাপতিত্বে দলের মহাসচিব আল্লামা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে আমেলায় বক্তব্য রাখেন।

দলের সহ সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা আবদুল হক গোবিন্দপুরী, মাওলানা শব্বীর আহমদ, মাওলানা নুরুল হক, সহকারী মহাসচিব মাওলানা আবদুল জব্বার, মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী হারুনুর রশীদ চতুলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বাহার, জমিয়তে আনসার বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন আসাদী, কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুস সালাম, জমিয়তে আনসার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলম, কেন্দ্রীয় নেতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা এনামুল হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা খালিদ আহমদ, মাওলানা মাহবুুবুল আম্বিয়া, মাওলানা আব্দুল লতীফ, মাওলানা নজীর আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ছয়ফুল আলম, মাওলানা শিহাবুদ্দীন, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা সিদ্দীক আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা তৈয়্যিব আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন দুর্লভপুরী, জমিয়তে তালাবা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াহইয়া শহিদ এবং জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা আসাদ আহমদ প্রমুখ।

অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এগুলো হলো-

১। ২৪ মার্চ সিলেট রেজিস্টারি মাঠে জমিয়তে উলামার আহবানে মহাসমাবেশ।

২। মহাসমাবেশ সফলের লক্ষ্যে ২৪ সদস্য বিশিষ্ট বাস্তাবায়ন কমিটি গঠন।

৩। জমিয়তে উলামা বাংলাদেশ (আন্তর্জাতিক প্রবাসী সমন্বয় কমিটির) অনুমোদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং উক্ত কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী হিসাবে দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী এবং সহকারী সমন্বয়কারী হিসাবে মাওলানা শফিকুর রহমান খতীব আলরাজহী কে মনোনীত করা হয়।

৪। জমিয়তে উলামা বাংলাদেশকে অর্থ নৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার
লক্ষে ৩১৩ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামা (আসহাবে বদর ফান্ড) করার সর্বসম্মতি
ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

৫। মহাসমাবেশ বাস্তবায়নের জন্য ১০০০০০/- ( এক লক্ষ টাকার সাম্ভাব্য বাজেট) প্রস্তাব
করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ