শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশাকারী নারীদের প্রতি কঠোর ইঙ্গিত, সমালোচনার মুখে সৌদি আলেম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব
আন্তর্জাতিক ডেস্ক

একটি ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন একজন সৌদি আলেম। সামাজিক যোগযোগ মাধ্যমে তার ভিডিওটি ভাইরাল হয়। সেখানে তিনি ওইসব নারীদের প্রতি অত্যন্ত কঠোর ভাষায় আক্রমণ করেন, যারা পুরুষদের সঙ্গে অবাধে মেলামেশা করে।

এসব নারীকে তিনি হত্যার ব্যাপারেও মত প্রকাশ করেন। তিনি বিশিষ্ট সাহাবী হজরত উমর ইবনে খাত্তাব রা. এর ঘটনা উল্লেখ করেন ভিডিওতে। বলেন, একবার হজরত উমর রা. যখন তার স্ত্রীকে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, বর্শা বের করলেন তাকে হত্যা করার জন্য। অথচ একটি সাপ তার ঘরে প্রবেশ করায় তিনি বাধ্য হয়ে দরজায় এসে দাঁড়িয়েছিলেন।

বিন ফারওয়া নামের ওই আলেমের কয়েকটি টুকরো মন্তব্যকে একটি ভিডিওতে জমা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় উঠে।

ভিডিওতে তিনি নারীদের অবাধে পরুষের সঙ্গে মেলামেশা, এমন পোশাক পরিধান করা যাতে শরীর উম্মুক্ত থাকে, নেকাব না পড়া এসব কিছুর জন্য স্বামীদের দায়ী করেন। তবে ওই ভিডিওটি কখন তৈরি করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বিন ফারওয়াহ আগে থেকেই তার বিতর্কিত মতামতের জন্য পরিচিত ছিলেন এবং এর জন্য তাকে গত বছর কারাগারেও যেতে হয়েছিল।

গত অক্টোবরেও পুলিশ বিন ফারওয়াকে গ্রেফতার করেছিল এবং নাট্যকার নাসির আল-কাসবী ও এমবিসি চ্যানেলকে গালি দেয়ার জন্য দেড় মাসের জেল দিয়েছিল।

২০১৩ সালের মাঝামাঝি সময়ে সৌদি কর্তৃক ‘আমর বিল মা’রুফ নাহি আনিল মুনকার কমিশন’ এর ক্ষমতা হ্রাস করার পর থেক সৌদি আরবে রাস্তাঘাটে মাঝে মাঝে নারী পুরষের একসঙ্গ চলা ও কথোপকথন লক্ষ করা যায়। যা একসময় ছিল না।

https://twitter.com/__Alnefaie/status/954983716899753984

সূত্র: ইরম নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ