এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি
নতুন করে তেতুল তত্ব ও মোবাইল তত্বের ব্যাখ্যা দিলেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী'র পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
এশিয়া বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলনে আজ বাদ জুমা বয়ানে এ ব্যাখ্যা দেন তিনি।
বয়ানে আল্লামা আহমদ শফী বলেন, আমি কিছুদিন আগে মোবাইল সম্পর্কে সতর্ক করায় আমাকে নিয়ে সমালোচনা করেছে অনেকে। অথচ পোপ ফ্রান্সিসও বাংলাদেশ সফরে এসে তরুণদের মোবাইলের ব্যবহারের ব্যাপারে সতর্ক করে গেছেন। মোবাইল যে যুবকদের চারিত্রিক ক্ষতি করছে তা এখন পশ্চিমারাও বলছে।
তিনি আরো বলেন, মোবাইলে ছাত্র ও যুবকরা গান, নাচ ও অশ্লীল ছবি দেখে চারিত্রিক অধপতনের দিকে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমি নারীদের তেতুলের সাথে তুলনা করায় মিডিয়া ও নাস্তিকরা আমার সমালোচনা করেছে। কিন্তু তারা আমার কথার মর্মার্থ বুঝতে পারে নাই।
কাউকে তেতুল খেতে দেখলে জিহ্বা আছে এমন মানুষের লালা আসবে এটাই স্বাভাবিক। তদ্রুপ নারীজাতি বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। নারীকে অর্ধ বস্ত্র পরিহিত দেখলে পুরুষমাত্রই যৌন আকর্ষণ হবে এটাই স্বাভাবিক। এর মানে এই নয় যে নারীকে খারাপ বলা হয়েছে।
মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা আজিজুল হক আল মাদানী, আল্লামা আসজাদ মাদানী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, ড. আ ফ ম খালিদ হোসেন, আল্লাম সলিম উল্লাহ, আল্লাম সাজেদুর রহমান হবিগঞ্জী, সহ দেশ-বিদেশের শীর্ষ ওলামা মাশায়েখ।
বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানখানায় যা হয়