শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

বুখারি শরিফের হিফজ; হাফেজ হাবিবুল্লাহ’র অসাধ্য সাধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বাংলাদেশে এই প্রথম বুখারি শরিফের হাফেজের সন্ধান পাওয়া গেছে। যাকে নিয়ে ইতোমধ্যেই অনলাইন ও ফেসবুকে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই একে অসম্ভব বলছেন তবে ঘটনা সত্য। সেটা প্রমাণ হয়েছে বিভিন্ন বয়ানের স্টেজে লাইভ পরীক্ষায়।

মেধাবী এ মানুষটির নাম হাফেজ হাবিবুল্লাহ সিরাজী। তিনি জামিয়া কাসেমিয়া নরসিংদীর প্রাক্তন ছাত্র। বর্তমানে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যায়ন করছেন।

পুরো বুখারি শরিফ মুখস্থ করার দুর্লভ কৃতিত্ব অর্জন করেন তিনি। যার হাদিস সংখ্যা ৭২৭৫।

মাওলানা হাবীবুল্লাহ সিরাজীর বাবা মৃত মাওলানা ইসমাঈল হোসাইন সিরাজী, বাড়ী সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ইসলাম নগর পাইকশা গ্রামে।

তিনি হাফেজে কুরআনও। তার এ অসামান্য কৃতিত্বের জন্য মাদরাসার তিনদিন ব্যাপী ৪২তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে হাফেজ হাবিবুল্লাহকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী।

বুখারি শরিফের হিফজ কিভাবে সম্ভব হলো, জানতে চাইলে মাওলানা হাবীবুল্লাহ সিরাজী আওয়ার ইসলামকে বলেন, এ বিষয়ে প্রথমে জামিয়া কাসেমিয়া নরসিংদীর উস্তাদ মাওলানা রফি উদ্দীন ও মাওলানা খুরশেদ আলম আমার উৎসাহদাতা।

পরে আমার উস্তাদ প্রয়াত ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আমাকে বিশেষ উৎসাহ প্রদান করেছেন।

তিনি বলেন, মূলত পূর্ব থেকেই আমার রিয়াজুস সালেহিন মুখস্থ ছিল। হাদিসের প্রতি আমার ভালোবাসা এবং ইচ্ছাতেই এটি সম্ভব হয়েছিল। হুজুর সেখান থেকেই আমাকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ হুজুর কে জান্নাতে উঁচু মাকাম নসীব করুন।

মাওলানা হাবিবুল্লাহ সিরাজী বলেন, প্রবল সংকল্প থাকলে কারো পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহ মানুষকে অনেক মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমাদের ইচ্ছা আর ধৈর্য শক্তিকে ঠিক মতো কাজে না লাগানোর কারণে অনেক কিছুই পারি না।

নিচের ভিডিওতে দেখুন এক মাহফিলে তাকে পরীক্ষা করা হচ্ছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ