শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

পিইসিতে সেরা গোপালগঞ্জ, ইবতেদায়ীতে পঞ্চগড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) ফল প্রকাশ হয়েছে আজ। এতে শীর্ষস্থানে রয়েছে গোপালগঞ্জ জেলা। অপরদিকে এই হার সবচেয়ে কম ঝালকাঠিতে।

৭ বিভাগের মধ্যে এবারও প্রথম স্থানে রয়েছে বরিশাল। এই বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ। ৬৪ জেলার মধ্যে এবার গোপালগঞ্জ জেলা শীর্ষে রয়েছে। এই জেলায় পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। ৫০৮ উপজেলা/থানার মধ্যে তিনটি উপজেলায় শতভাগ পাস করেছে।

শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন।

গত বছরের মত এবারও সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে। এই বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। ঝালকাঠি জেলায় পাসের হার সর্বনিম্ন ৮৭ দশমিক ৮৮ শতাংশ। যশোর জেলার কেশবপুর উপজেলায় পাসের হার সর্বনিম্ন ৭১ দশমিক ২০ শতাংশ।

এদিকে ইবতেদায়ীতে ৭ বিভাগের মধ্যে এবারও রাজশাহী বিভাগ পাসের হারে শীর্ষে রয়েছে। সেখানে পাসের হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। অপরদিকে এবারও সিলেট বিভাগ পাসের হার সর্বনিম্ন, সেখানে পাসের হার ৮৬ দশমিক ৯২ শতাংশ। পঞ্চগড় জেলায় পাসের হার সর্বোচ্চ ৯৯ দশমিক ০২ শতাংশ।

এবার ইবতেদায়ীতে ৬১টি উপজেলায় শতভাগ পাস করেছে। ফরিদপুর জেলায় পাসের হার সবচেয়ে কম, সেখানে পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় পাসের হারে সবার নিচে অবস্থান করছে। এ উপজেলায় পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ