শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

দাড়ি রাখায় ভারতের ১০ মুসলিম ছাত্রকে সেনা প্রশিক্ষণ থেকে বহিস্কার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: দাড়ি রাখার কারণে দিল্লির রোহিণীতে এনসিসি (ন্যাশনাল ক্যাডেট কোর্পস) সদর দফতর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ১০ ছাত্রকে। ৬ দিনের এক ক্যাম্পে যোগ দিতে ওই ছাত্ররা সদর দফতরে গিয়েছিলেন।

ব্যাটেলিয়নের হাবিলদার মেজর তাঁদের জানান, এনসিসি করতে হলে দাড়ি বাদ দিতে হবে।

ছাত্ররা জানিয়েছেন, তাঁরা আবেদনপত্র লিখে জানান, ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন তাঁরা, ২ বছরের বেশি সময় ধরে এনসিসি করছেন, কখনও কোনও সমস্যা হয়নি। কিন্তু ক্যাম্পের ষষ্ঠদিনে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এখান থেকে চলে যেতে হবে, সরিয়ে দেওয়া হয় জিনিসপত্র।

তাঁদের কথায়, একদিন তাঁরা সেনায় যোগ দিতে চান।দেশে রক্ষায় অবদান রাখতে চান। কিন্তু এ ধরনের আচরণ মন ভেঙে দেয়।

যদিও এনসিসি জানিয়ে দিয়েছে, তাদের নিয়মে ক্যাম্পে এসে দাড়ি রাখা বেআইনি, এ নিয়ে হাইকোর্টের রায় রয়েছে, একই কথা বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও।

ওই ছাত্রদের বক্তব্য, ভাল কথায় ক্যাম্প না ছাড়লে তাঁদের পুলিশের ভয়ও দেখানো হয়েছে। এনসিসিতে দাড়ি রাখা বেআইনি বলে কোনও নিয়ম নেই বলে তাঁদের দাবি।

উল্লেখ, মুসলমান এনসিসি ক্যাডারদের দাড়ি রাখা নিয়ে সমস্যায় পড়া এই প্রথম নয়। ২০১৩-য় বেঙ্গালুরুর ৭ কলেজ ছাত্র কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হন, কারণ এনসিসি তাঁদের দাড়ি থাকা অবস্থায় পরীক্ষায় বসতে দিচ্ছিল না।

এবিপি নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ