শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের ভাইরাল ভিডিওগুলোর বাস্তবতা কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
বিশেষ প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে কোথাও দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজ বাসভবন ভাঙচুর করছে বা কোথাও আবার মেতে উঠছেন কারও সাথে রসিকতার খেলায়। ভরপুর লোকারণ্য কোন অনুষ্ঠানে কারো গায়ে দিচ্ছেন খুঁচা বা কাউকে আবার মারছেন স্বজোরে থাপ্পড়।

গত ১২ ডিসেম্বর "জিয়া সাইবার ফোর্স , মুন্সীগঞ্জ জেলা" - নামক একটি ফেইসবুক গ্রুপে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের মত বেশধারী একজন ব্যক্তি হোয়াইট হাউজে প্রেসিডেন্টের অফিস ভাঙচুর করছে।

ভিডিওর বিবরণে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গিয়ে এমন করছে। এছাড়াও বাইরের দেশের কিছু ফেসবুক পেইজ থেকেও এমন ভিডিও পোস্ট করা হয়েছে। বেশ তোরজোড় নিয়েই ভিডিওগুলো শেয়ার করছি আমরা যেখানে দু'চার লাইনে লিখছি নিজেদের বানানো কিছু মন্তব্য।

কিন্তু এসবের বাস্তবতা ঠিক কী তা আরা বেশিরভাগই জানি না। আজ জানুন এসবের পেছনে মূল রহস্যের কথা।

হোয়াইট হাউজ ভাঙচুরসহ অন্যান্য হাস্য-রসাত্বক ডোনাল্ড ট্রাম্পের এর ভিডিওগুলো মূলত একটি আমেরিকান চ্যানেল, কমেডি সেন্ট্রাল (Comedy Central)-এর কমেডি প্রোগ্রাম “দি প্রেসিডেন্ট শো”-এর বিভিন্ন পর্বের ক্লিপিং থেকে নেওয়া।

ভিডিওগুলোর কাস্টিং ও শুটিং সেটগুলো হোয়াইট হাউজের আদলে বা বিভিন্ন জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম বা সেমিনারের আদলে সাজানো হয় এবং সেখানে সবসময় ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে একজনই অভিনয় করেন।

ট্রাম্পের চরিত্রে যে ব্যক্তি অভনয় করে, সে মূলতএকজন বিখ্যাত টিভি অভিনেতা। যার নাম এ্যান্টনি এটামানুয়িক  (Anthony Atamanuik)। আদতে ভিডিওগুলোর বিষয়বস্তুর সাথে ট্রাম্পের কোনও সখ্যতা নেই।

প্রকৃত বাস্তবতা না জেনেই, ভুল বিবরণ সম্বলিত সেসব ভিডিওগুলোকে বাস্তব মনে করে আমরা হাজার হাজার বার শেয়ার করে চলেছি প্রতিদিন।

সূত্র : ইন্টারনেট/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ