সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


চুরি হওয়া সম্পদের প্রতিদান আল্লাহ কখন দেবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক সম্পদ চুরি হয়ে যায়। যা পরবর্তীতে পাওয়া যায় না। এসব মালের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে বান্দা দেয়া হবে বলে উল্লেখ রয়েছে। কিন্তু আল্লাহ এর প্রতিদান কখন দেবেন? চোরের বিচার করবেন কখন?

ফিকহি কিতাবে এসেছে, চুরির সম্পদ পরবর্তীতে পাওয়া না গেলে মালিক সাদকা করার সমান নেকি পাবে (মুসলিম, মিশকাত হা/১৯০১ ‘ছাদাক্বার ফযীলত’ অনুচ্ছেদ)

চোরের উচিত চুরি করা সম্পদ ফিরিয়ে দেওয়া এবং তওবা করা। চোরের শারঈ দণ্ড দুনিয়াতে যদি না হয় এবং মালিককে যদি ফিরিয়ে না দেয়, তাহলে পরকালে তার কঠিন শাস্তি হবে (বুখারি হা/২৪৪৯, মিশকাত হা/৫১২৬)।

উল্লেখ্য, কোন জিনিস চুরি হয়ে গেলে বিপদের দো‘আ হিসাবে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজে‘উন’ পড়তে হয় (মুসলিম, মিশকাত হা/১৬১৮)।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ