সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

অপরাধবোধে ভুগছেন ফেসবুক প্রতিষ্ঠাতা; কিন্তু কেনো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট সিন পার্কার এখন নিজেই ফেসবুকের বিরুদ্ধে সরব হয়েছেন। ফেসবুকের ব্যাপারে জনসচেতনা তৈরির চেষ্টাও করছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘একমাত্র ঈশ্বরই জানেন ফেসবুক আমাদের সন্তানদের মস্তিষ্ক নিয়ে কিভাবে খেলছে’।

একইভাবে ফেসবুকের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রতিষ্ঠানটির গ্রাহক উন্নয়ন বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট ক্যামাথ পালিহাপিথিয়া। তিনি অভিযোগ করেছেন, ফেসবুক মানুষের সামাজিক বন্ধন নষ্ট করে দিচ্ছে।

তার নেতৃত্বেই ফেসবুক তার প্রথম ২০০ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছিল।

তিনি আরও বলেন, মানুষের ভেতরের কিছু সহজাত দুর্বলতাকে পুজি করে ফেসবুক মূলত মানুষকে ধীরে ধীরে রোবটিক জীবনের দিকে নিয়ে যাচ্ছে। সস্তা প্রচারের লোভে মানুষ নিজের মেধা ও সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর কথা ভুলে যাচ্ছে।

ফেসবুককে এক ধরনের ‘মাদক’ আখ্যা দিয়ে তাতে আসক্ত করার জন্য নিজেই এখন অপরাধবোধে ভুগছেন বলে জানান।

ক্যামাথ আরো বলেন, সোস্যাল মিডিয়া যেভাবে মানুষকে চালাতে চাচ্ছে মানুষ সেভাবেই চলছে। এই মাধ্যমে অনেকে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে ভঙ্গুর জনপ্রিয়তা (ব্রিটল পপুলারিটি) পাচ্ছে, কিন্তু দিন শেষে তার ভেতরটা যেমন ফাঁপা তেমনটাই থেকে যাচ্ছে। মাঝপথে তার নিজেরই ক্ষতি হচ্ছে।

সূত্র : গার্ডিয়ান ও বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ