ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যেদ আরশাদ মাদানী৷
আজ (শুক্রবার) সকাল ৯.৩০ মিনিটে দারুল উলূম হাটহাজারীতে আগমন করেন তিনি৷ এ সময় তাকে অভ্যর্থনা জানান হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীসহ জামিয়ার অন্যান্য উস্তাদবৃন্দ।
সাক্ষাতকালে পারস্পারিক আলোচনা বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে জানান, মাদানী সাহেব আমীরে হেফাজতের শারীরিক অবস্থা জানতে চান। হাটহাজারী মাদরাসার তৎপরতা ও বর্তমান অবস্থা, হেফাজতের সফলতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
আমীরে হেফাজত মাদানী সাহেবের নিকট ভারতের অবস্থা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। এবং সম্প্রতি আসাম নাগরিকদের নিয়ে হওয়া মামলা সম্পর্কে জানতে চাইলে মাদানী সাহেব বলেন, জনগনের পক্ষেই রায় হয়েছে।
সাক্ষাৎপর্ব শেষ করেই সকাল সাড়ে দশটায় তিনি চট্টগ্রামের শোলকবহর মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হন।
প্রসঙ্গত, ভারতের প্রভাবশালী আলেম আরশাদ মাদানী আট দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এই সফরে ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ইসলামী সম্মেলন ও ইসলাহী মজলিসে উপস্থিত হবেন তিনি।
আরএম