শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

ফেনীর মাদরাসাতু ওসমান রা. এর দিনব্যাপী মাহফিল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীতে শুরু হতে যাচ্ছে দিনব্যাপী ৬ষ্ঠ তাফসিরুল কুরআন মাহফিল ও দস্তারবন্দী আয়োজন। আগামী  ৯ ডিসেম্বর শনিবার থেকে শুরু হবে এ মাহফিল। দিনব্যাপী এ মাহফিল খ্যাতিমান আলেমদের মিলনমেলায় পরিণত হবে।

ফেনী জেলার সোনাগাজী, নবাবপুরের মাদরাসাতু ওসমান রা. এর উদ্যোগে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মাহফিল। ইতোমধ্যে মাদরাসা মাঠ প্রাঞ্জণে চলছে মাহফিলের প্রস্তুতি।

জানা যায়, দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলটি এবারে ৬ষ্ঠ তম আয়োজন। মাহফিলের পাশাপাশি থাকছে ফারেগীণ ছাত্রদের দস্তারবন্দী আয়োজন। দীর্ঘ ৬ বছর ধরে মাদরাসার উদ্যোগে এই আয়োজন হয়ে আসছে। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রভাববিস্তার করতে সক্ষম হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আল্লামা মোহাম্মাদ রুহুল আমিন।

দিনব্যাপী এই অায়োজনে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর করবেন ফেনীর মাদরাসায়ে মাদানীয়র নায়েবে মুহতামিম মুফতি আহমদ উল্লাহ কাসেমী, জামিয়া রশিদীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহিদুল্লাহ, ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগের শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, আল্লামা আহমদ শফী’র খলিফা মাওলানা মুহাম্মাদ শামছুল হক, মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা), আওয়ার ইসলাম টোয়েন্টিফর ডটকমের প্রধান সম্পাদক মুফতি মুহাম্মাদ আমিমুল ইহসান ও মাওলানা হাবিবুর রহমান মিছবাহ (বিবাড়ীয়া)।

এছাড়াও বিশেষ তাফসীরকারক হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকার শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক, মাওলানা হাফেজ আবু সাঈদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জসিম উদ্দিন মিসবাহ, মাওলানা মনির আহমদ আরশাদী ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

এছাড়াও এই আয়োজনে অথিতি হিসেবে আগমন করবেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব মোহাম্মাদ জহিরউদ্দিন মাহমুদ লিপটন, মাওলানা মোহাম্মাদ মোসতফা, জনাব মোহাম্মাদ দেলোয়ার হোসেন, মাওলানা মোহাম্মাদ নুরুল আমিন, জনাব মোহাম্মাদ মামুনুল হক চৌধুরী।

সংগীত  আয়োজন 

মাহফিলের বিশেষ আয়োজনে থাকছে ইসলামি সংগীত  আয়োজন।সংগীত পরিবেশন করবেন আবাবীল শিল্পিগোষ্ঠীর পরিচালক হাফেজ ছানাউল্লাহ সাইমুন ও সুরের আহবান শিল্পীগোষ্ঠী। পাশাপাশি কুরআনের মন্ত্রমুগ্ধ তেলাওয়াত পরিবেশন করতেন দেশের খ্যাতনামা ক্বারী মাওলানা ক্বারী মোস্তাফিজুর রহমান, ক্বারী সাইদুল ইসলাম আসাদ ও ক্বারী আনোয়ার হুসাইন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ