শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ভৈরবে ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ভৈরব বাজার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প ব্যাংক ভবন মিলনায়তনে ওই ক্যাম্পের আয়োজন করে।

আজ শনিবার সকাল ১১টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন।

সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম। এতে নারী স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও শিশু এবং পুরুষ রোগীদের প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে পরামর্শসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়।

এর আগে সকালে শাখা ব্যবস্থাপক মো: মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাজেদা আলাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: নবী হোসেন, শিমূলকান্দি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা: ফাহিমা আক্তার হানি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: সানাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তারা পারিবারিক স্বাস্থ্য সচেতনতা, নারী স্বাস্থ্য, জনসংখ্যা প্রতিরোধ, বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ