শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ

মাদরাসার শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসার সহকারী মৌলভীদের বেতন ভাতাসহ সব সুবিধা নিশ্চিত করার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এখন থেকে তারা হাইস্কুলের ধর্ম বিষয়ে সহকারী শিক্ষকদের মতো বেতনভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।

এ বিষয়ে আদালতের জারি করা রুল নিষ্পত্তি করে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী গিয়াস উদ্দিন ও মহিউদ্দিন মহিম।

রায়ের পর এ বি এম নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সারা দেশের প্রায় এরকম ১০ হাজার শিক্ষক রয়েছেন। আদালতের রায়ের পর সবাই এখন থেকে স্কুলের শিক্ষকদের মতো বেতনসহ সকল সুযোগ সুবিধা পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ রিটের বিবাদী করা হয়েছিল।’

মামলার বিবরণে জানা যায়, হাইস্কুলের ধর্ম বিষয়ে (কামিল পাস) সহকারী শিক্ষকরা বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান আট হাজার থেকে ১১ হাজার ১৫০ টাকা। অপরদিকে মাদ্রাসার সহকারী মৌলভী (কামিল পাস) পান ছয় হাজার ৪০০ থেকে নয় হাজার ৩০৫ টাকা।

একই শিক্ষা ও বোর্ডের সমমান থাকার পরেও ১৯৯৫ সাল থেকে এই বেতনের ক্ষেত্রে বৈষম্য ছিল। বৈষম্য নিরসন চেয়ে ২০১৫ সালে রাজবাড়ীর মাওলানা রফিকুল ইসলামসহ ৭৯ জন রিট করেন। ওই রিটের শুনানি করে হাইকোর্ট কেন এই বৈষম্য দূর করা হবে না জানতে চেয়ে ওই বছরই রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে আজ আদালত এই রায় ঘোষণা করেন।

২০১৩ সালের এনটিআরসির সার্টিফিকেট থেকে জানা যায়, হাইস্কুলের ধর্ম বিষয়ের সহকারী শিক্ষকদের মতো বেতন ও সুযোগ-সুবিধা পাবেন। কিন্তু এর বাস্তবায়ন ছিল না। ফলে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করা হলে আদালত থেকে এ রায় ঘোষণা করা হয়।

এদিকে দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ আলিয়া মাদরাসার সহকারী মৌলভী কল্যাণ সমিতি বেতন সুবিধার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এর প্রেক্ষিতেই আদালত এমন সিদ্ধান্ত নিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ