শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

বান্দরবনে অগ্নিদগ্ধ হিন্দু পরিবারের সহায়তায় মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বান্দরবনে অগ্নিদগ্ধ হিন্দু পরিবারের সাহায্যে এগিয়ে এসেছে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আগুন লাগার পর মাদরাসার শিক্ষার্থীরাই প্রথম তাদের সাহায্যে এগিয়ে যায় এবং আগুন নিভে যাওয়ার পর ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করে।

ঘটনার বিবরণীতে জানা যায়, গতকাল বান্দরবন বনরূপা গ্রামের হিন্দু পাড়ায় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পার্শ্ববর্তী বান্দরবন ইসলামী শিক্ষকেন্দ্রের ছাত্র-শিক্ষক ছুটে যায় ঘটনাস্থলে। তারা আগুন নেভাতে চেষ্টা করতে থাকে।

ফায়ার সার্ভিস আসলেও পানির সংগ্রহে ব্যাপক সমস্যা দেখা দেয়। পরে ইসলামী শিক্ষাকেন্দ্রের পুকুর থেকে পানির লাইন নেয়া হয়। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ৪ টি ঘর ভস্মিভূত হয়েছে। আরও বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

Image may contain: one or more people and people sitting

অতপর মাগরিবের পর মাদরাসার শিক্ষকগণ ঘটনাস্থল পরিদর্শন করে আসেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাতে খাবার পৌঁছে দেয়ার ইচ্ছা থাকলেও পৌরসভা থেকে খাবার পাঠানোর সিদ্ধান্ত হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ আজ মাদরাসা দুপুরে মাদরাসা কর্তৃপক্ষ খাবার বিতরণ করবেন।

এ সময় শিক্ষকগণ জানান, শুধু আজ একবার নয় আমরা বারবার আসবো। আপনাদের পাশে থাকবো । ইসলাম মানবতার শিক্ষা দেয়। ইসলাম হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা বলে।

অগ্নিদগ্ধের শিকার রাজু দাশ বলেন, আমাদের বিপদে প্রথমে ইসলামী শিক্ষাকেন্দ্রকে পাশে পেয়েছি। আমরা জাতিগত হিন্দু হওয়া সত্ত্বেও আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমাদের মন অনেক বড় হয়ে গেছে।

আমাদের মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাজী ইউনুস সাহেব রহ. এর উদ্দেশ্যই ছিল এমন।
ইসলাম মানবতার কথা বলে। ইসলামই মানবতা, মানবতাই ইসলাম।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ