শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

‘সাহাবাদের অপমান মেনে নেয়া যায় না; এটা ঈমানের উপর আঘাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সম্প্রতি ভারতের কয়েকটি টিভি চ্যানেলে সাহাবায়ে কেরামকে নিয়ে বিশেষ করে হজরত আয়েশা সিদ্দিকা রা. ও হজরত ফাতেমা রা.কে নিয়ে অপমানজনক প্রতিবেদন করেছে৷ যা ভারতে বিভিন্ন দৈনিকেও ছাপা হয়েছে৷

এ নিয়ে মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন এলাকা থেকে এর প্রতিবাদও হচ্ছে৷

গতকাল ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী এক জরুরি সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা ভারত সরকারকে অনুরোধ করবো সাহাবাদের সম্মানহানিতে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন৷

তিনি বলেন, সাহাবাদের অপমান এটা মুসলমানদের অভ্যতরীণ বিষয় নয়৷ এটা সরাসরি ঈমানের সাথে সম্পৃক্ত৷ এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই৷

বিষয়টি নিয়ে আজ আওয়ার ইসলামের পক্ষ থেকে জমিয়তে উলামার চেয়ার‌ম্যান ও জামিয়া ইকরা বাংলাদেশে’র শায়খুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাহাবাদের অপমান কোনোভাবেই মেনে নেয়া যায় না৷ এটা আমাদের ঈমানের উপর আঘাত৷ আমরা এর তীব্র নিন্দা জানাই৷

তিনি বলেন, নিন্দা বিষয়ে রাজপথে মিছিল, সভা-সমাবেশও করা দরকার। প্রয়োজনে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানাতে হবে৷ তবে এ ক্ষেত্রে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে৷

আর ভারতীয় মুসলমানদের জন্য করণীয় হলো, সতর্ক অবস্থান বজায় রাখা৷ ভারতের মুসলমানদের খুব সাবধানতা বজায় রেখে আন্দোলন করতে হবে৷ আর সবচে জরুরি হলো বিষয়টি আইনিভাবে মোকাবেলা করা চাই৷ কারণ, তারা হয়তো চাইছে মুসলমানদের মাঝে অস্থিরতা তৈরি হোক৷ সে সুযোগ তাদের কিছুতেই দেয়া যাবে না৷

বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতে পার কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত এর কোনো আশংকা নেই৷ এখানের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী৷ তবুও সতর্ক থাকতে হবে৷ কেউ যেনো এই দুঃসাহস করতে না পারে৷’

বাংলাদেশের অপর এক শীর্ষ আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র সাংগঠনিক সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ ফারুক বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর৷ আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি৷

এ বিষয়ে বাংলাদেশের উলামাদের করণীয় কী জানতে চাইলে তিনি মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘প্রত্যেক জুমার মসজিদে সাহাবাদের মহান জীবনী আলোচনা করা চাই৷ এবং সাথে সাথে সাধারণ মুসলমানদেরকে সতর্ক ও সচেতন করতে হবে৷

তিনি বলেন, শীর্ষ আলেমদের জাতীয় দৈনিকগুলোতে প্রতিবাদমূলক বিবৃতি দেয়া প্রয়োজন। প্রয়োজনে রাজপথে বিক্ষোভ সমাবেশও করা যেতে পারে৷ তবে আমরা আশা করবো ভারত সরকার শান্তির পথেই হাঁটবে এবং দুষীদের খুব দ্রুত বিচারের আওতায় আনবে৷’

ভারতীয় টিভি চ্যানেলে সাহাবাদের অপমান, দেওবন্দের তীব্র প্রতিবাদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ