শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

‘অনলাইনে ভালো খারাপ দুই-ই আছে, জ্ঞানীরা ভালোটাই নেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৪ নভেম্বর শুক্রবার, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার, সিলেট-এর আল-ইসলাহ ছাত্র সংসদ মিলনায়তনে সিলেটের অনলাইন এক্টিভিস্টদের উদ্যোগে ঝমকালোভাবে সম্পন্ন হল অনলাইন এক্টিভিস্টদের আড্ডা।

সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া আড্ডায় সভাপিতত্ব করেন জনপ্রিয় লেখক কুতায়বা আহসান। ছড়াকার হাম্মাদ তাহমীমের সঞ্চালনায় শুরু হয় আড্ডা। পর্যায়ক্রমে একেএকে অনলাইন এক্টিভিস্ট সবাই তাদের পরিচয় তুলে ধরেন।

অনলাইনের ইতিবাচক, নেতিবাচক এবং দিকনর্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কওমিকন্ঠের সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী।

সুদূর চট্টলা থেকে আগত বিশিষ্ট লেখক, অনলাইন পরিচিত মুখ মাওলানা লিসানুল হক। কালান্তর প্রকাশনীর প্রকাশক আবুল কালাম আজাদ। মেজরটিলা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবির সাবীল। জামেয়া মাদানিয়ার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মামুন আহমদ। জামেয়া মাদানিয়ার শিক্ষক হারুনুর রশীদ। মাওলানা জুবায়ের বিন আরমান।

জামেয়া মাদানিয়ার শিক্ষক মুফতী নুমান আহমদ। জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা মুজাহিদ হাসান ফয়েজ। গল্পকার বাশিরুল আমীন। মাকতাবাতুল আযহার সিলেটের পরিচালক সালমান বিন মালিক।

প্রায় অর্ধশত অনলাইন এক্টিভিস্টের আড্ডায় অতিথি এক্টিভিস্টরা বলেন, বর্তমানে অনলাইন ইসলাম প্রচারের একটি অন্যতম মাধ্যম। অনলাইনের ভালো দিকও রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। যে যার মত সেটাকে ব্যবহার করবেন, অনলাইন সেভাবেই চলবে।

এখানে কোনো বাধ্যবাধকতা নেই। অনলাইন যারা ব্যবহার করেন, তারা অবশ্যই জ্ঞানসম্পন্ন মানুষ। ভালোমন্দ দিক তারা বিবেচনা করে চলতে পারেন। সে হিসেবে অবশ্যই ভালো দিক বেছে নিবেন বলে আপনাদের কাছেও আশা করবো।

সিলেটের অনলাইন এক্টিভিস্ট আড্ডায় সঙ্গিত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আনোয়ারুল করীম মুস্তাজাব। জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার, সিলেটের জি এস, শিল্পী ইকরামুল হক জুনাইদ। শিল্পী জুনেল মাসুদ।

অনলাইন এক্টিভিস্ট আড্ডায় উপস্থিত থেকে আড্ডাকে প্রাণবন্ত করে তুলেন, কাতিব মিডিয়ার সত্ত্বাধিকারী ইনাম বিন সিদ্দিক। মালঞ্চ লাইব্রেরির পরিচালক আলী আবদিন। আইটি বিশেষজ্ঞ ইবাদ বিন সিদ্দিক।

মাওলানা জুবায়ের লস্কর। আয়াতুল হক। মাহমুদ বিন আরমান। মাহমুদ হাসান। মুস্তাকিম আল মুনতাজ। জাহাঙ্গীর রায়হান। সৈয়দ আসিফ আহমদ। বদর উদ্দীন রব্বানী। হাফিজ হুসাইন আশরাফ। হাফিজ আদিব আহমদ। লাবীব শাহেল। আব্দুল মজিদ আল হুসাইন। সাইফ রাহমানসহ প্রমুখ।

অনলাইন এক্টিভিস্ট আড্ডা শেষে এক্টিভিস্ট ও সুধীমহলের অনুভূতি শ্রবণপূর্বক মোনাজাতের মাধ্যমে আড্ডার সমাপ্তি হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ