হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম
ভারতীয় মুসলমানদের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘মুসলিম পার্সোনাল ল’ বোর্ডে’র সেক্রেটারী জেনারেল ও ‘বাবরি মসজিদ এ্যাকশন কমিটি’র সিনিয়র দায়িত্বশীল যফর ইয়াব জিলানী বলেছেন, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডে’র এটা সম্মিলিত সিদ্ধান্ত যে মুসলমানগণ পারস্পরিক আলোচনার পরিবর্তে হাই কোর্টের ফায়সালাই মানতে চায়৷ যদিও তা মুসলমানদের বিরুদ্ধে যায়৷
গতকাল আর্ট অব ইউং এর প্রতিষ্ঠাতা ও ধর্মীয় গুরু শ্রী শ্রী রবি শঙ্করের ‘আদালতের পরিবর্তে আলোচনার মাধ্যমে বাবরি মসজিদ ইস্যুর সমাধান’ উপলক্ষে লক্ষ্মৌ সফরে এলে জিলানী এসব কথা বলেন৷
ওই ধর্ম গুরু জিলানির সাথে সাক্ষাত করতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন যে, আলোচনার মাধ্যমে কেবল সময় নষ্ট হবে৷ কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হবে না৷ আদালতকেই আনরা সিদ্ধান্তকারী মানছি৷ তবে রবি শঙ্কর যদি আমার বাসভবনে আসেন তাহলে তার সাথে উত্তম ব্যবহারই করা হবে৷
সূত্র: উর্দু পয়েন্ট