সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


মিয়ানমার সেনাবাহিনী বলছে রাখাইনে কোনো নির্যাতনের ঘটনাই ঘটেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট নিয়ে দেশটির সেনাবাহিনীর বিশেষ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার সেনাবাহিনী দায়ী নয় বলে দাবি করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। সেখানে কোনো নির্যাতনের ঘটনাই ঘটেনি বলে দাবি তাদের।
আর তদন্ত প্রতিবেদনের ফল ফেসবুকে পোস্ট করেন সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং।
প্রতিবেদনে বলা হয়, রাখাইনে কোনো ধরনের হত্যা, নির্যাতন বা ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটেনি। রোহিঙ্গা নারীদের ধর্ষণ বা যৌন নিপীড়নের ঘটনাও ঘটেনি। বলপূর্বক গ্রাম ছাড়ার বিষয়টিও নাকচ করা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর এ তদন্ত প্রতিবেদনকে আইওয়াশ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ