শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে কামিল (স্মাতকোত্তর) ১ম পর্ব (অনিয়মিত) ও ২য় পর্ব পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে কামিল (স্মাতকোত্তর) ১ম পর্বের পাশের হার শতকরা ৯৩.৭০ শতাংশ এবং কামিল (স্মাতকোত্তর) ২য় পর্বের পাশের হার ৯৭.৮৩ শতাংশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী।

ফলাফল প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস (মাদ্রাসা সেল) এর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রপাপ্ত) এ এক আযাদ লাভলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর.সারাদেশে ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ৮২৫ জন এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে কামিল ১ম পর্বে ৭৭৩জন এবং ২য় পর্বে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, কামিল পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ