শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

জাতিসংঘকে রাখাইনে প্রবেশের অনুমতি দিল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাখাইনে ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘকে মিয়ানমার সরকার অনুমতি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা- ডব্লিউ এফ পি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে বিশ্ব খাদ্য সংস্থার  মুখপাত্র বেটিনা লুয়েশার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই মাসের নিষেধাজ্ঞার পর জাতিসংঘের ত্রাণকর্মীদের সেখানে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে দেশটির সরকার।

তবে ঠিক কবে থেকে ওই কর্মসূচি শুরু করবেন তা জানাতে পারেননি লুয়েশার। বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। দুই মাস ধরে রাখাইনে বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম নিষিদ্ধ ছিল।

এর ফলে রাখাইনে বিশ্ব খাদ্য সংস্থা ১ লাখ ১০ হাজার রোহিঙ্গা ও বৌদ্ধদের মাঝে ত্রাণ সরবরাহের সুযোগ পাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কবে থেকে এ কার্যক্রম শুরু হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র।

উল্লেখ্য,  ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৬০ হাজারের মতো রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে। সেখানে প্রায় দুই হাজার শিশু পাওয়া যায়, যারা তীব্র অপুষ্টিতে ভুগছে।

আরএম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ