শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

হাসপাতাল থেকে মাদরাসায় ফিরলেন মাওলানা আবু তাহের রাহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চারদিন সিসিইউতে থাকার পর কিছুটা সুস্থ হয়ে শনিবার সন্ধ্যা ছয়টায় হাসপাতাল থেকে মাদরাসায় ফিরেছেন বহুমুখী প্রতিভাধর আলেম মাওলানা আবু তাহের রাহমানী৷

তিনি রাজধানীর বাসাবোতে অবস্থিত মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা পরিচালক ৷ হাসপাতাল থেকে সরাসরি বাসাবোতে যান তিনি৷

শনিবার সন্ধ্যায় হাসপাতালে তাকে দেখতে আসেন বিশিষ্ট লেখক-সাহিত্যিক ও মালিবাগ মাদরাসার মুহাদ্দীস মাওলানা নাসিম আরাফাত৷ এরপর দেখতে আসেন মাদরাতুল মদীনার সাবেক শিক্ষক মাওলানা আশরাফ হালিমী৷

এর আগে গত মঙ্গলবার হৃদরোগ জনিত সমস্যা থেকে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে নোয়াখালীর একটি হাসপাতালে নেয়া হয়৷ অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়৷

পরিবারের সদস্যরা জানান, হাসপাতালে ভর্তির পর থেকে তার অবস্থার উন্নতি হতে থাকে৷ শনিবার দুপুরে তার চিকিৎসক ইব্রাহিম কার্ডিয়াকের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুর রহমান জানান, রোগীকে এখন বাসায় নিয়ে যেতে পারেন৷ রোগীর অবস্থা মোটামুটি স্বাভাবিক আছে৷ তবে অল্প সময়ের মধ্যেই পরবর্তী চিকিৎসা ওপেনহার্ট সার্জারি করাতে হবে৷

শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মাদরাসায় ফেরার সময় ইব্রাহিম কার্ডিয়াকে উপস্থিত ছিলেন মাওলানা নাসিম আরাফাত, মাওলানা আশরাফ হালিমী, হযরতের ছোট ভাই উত্তরার মাদরাসাতুল হিকমার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ রাহমানীসহ পরিবারের একাধিক সদস্য৷ এছাড়াও উপস্থিত ছিলেন হযরতের একান্ত ঘনিষ্ট শিষ্য আনাস বিন ইউসুফ ৷

হাসপাতাল ছাড়ার সময় হযরতের ছোট ভাই মাওলানা যোবায়ের রাহমানী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷

তিনি বলেন, বড় ভাইকে আল্লাহ তা’য়ালা অল্প সময়ে সুস্থতা দান করেছেন৷ এতে পরিবারের সদস্যরা আনন্দিত৷ আমরা আল্লার অগনন শুকরিয়া আদায় করছি, আলহামদু লিল্লাহ৷

শিক্ষার্থী আনাস বিন ইউসুফ জানান, হুজুরের ছাত্র, ভক্ত ও শুভানুধ্যায়ীগণ অসুস্থতাকালীন সময়ে সার্বক্ষণিক হুজুরের খোঁজ রেখেছন৷ প্রাণ খুলে হুজুরের জন্য দোয়া করেছেন৷ আমি সবাইকে ধন্যবাদ জানাই৷ হুজুরের সুস্থতায় আমরা আনন্দিত৷

মাওলানা আবু তাহের রাহমানী মাদরাসাতুস সুফফার পাশাপাশি রামপুরার জামিয়া কারিমিয়ায় মুসলিম শরিফের পাঠদান করছেন৷ এর আগে তিনি মাদরাসাতুল মদিনা কামরাঙ্গীরচর এবং রামপুরার মাদরাসাতুল কাউসারে শিক্ষকতা করেন। নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায় বুখারী শরিফের পাঠদান করেছেন বেশ কিছুদিন ।

শিক্ষকতা ও খতিবীসহ গ্রন্থ রচনায়ও রয়েছে তার সরব প্রদার্পণ। লিখেছেন ‘তোহফাতুল মুসলিমিন’ ‘শরিয়তের দৃষ্টিতে পারিবারিক জীবন’ এবং ‘দীন ও শরিায়ত’সহ একাধিক বই ।

মাওলানা আবু তাহের রহমানী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জন্মগ্রহণ করেন । মেধাবী ও প্রতিভাবান এ আলেম পড়াশোনা করেছেন ঢাকার কামরাঙ্গির চরের জামিয়া নুরিয়া মাদরাসায়।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মাওলানা আবু তাহের রাহমানী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ