শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ইসলাম গ্রহণ করলেন তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিবেদক

হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত । তিনি তার স্ত্রীসহ ইসলাম ধর্ম গ্রহন করে নিজের নাম রাখেন মুহাম্মদ বিপ্লব হোসাইন এবং তার স্ত্রীর নাম রাখেন শারমিন আক্তার।

ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার (২০ অক্টোবর) মাগরিব নামাজের আগে ভাড়াটিয়া বাড়িতে তারাকান্দা পুরাতন এস আর অফিস রোড মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেকের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেন।

নওমুসলিম মুহাম্মদ বিপ্লব হোসাইন সবার দোয়া কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব জিকরুল হক, মাওলানা আনোয়ার হুসেইন, ফজলুর রহমান সরকারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার মোবাইল ফোনে মুহাম্মদ বিপ্লব হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন।

এই খবরের সত্যতা আওয়ার ইসলামকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল হক। তিনি বলেন, বিপ্লব মহন্ত তার নিজ ফেইসবুক আইডি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা বিষয়ে স্টেস্টাস দিয়েছেন।

এসআই বিপ্লব হোসাইন আওয়ার ইসলামকে বলেন, ‘আমার কাছে হিন্দু ধর্ম আগে থেকেই ভালো লাগে না, অনেক প্রভূর পূজা করতে হয় যা আমার কাছে সঠিক মনে হয়নি। কিন্তু ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে কারণ একপথ, নামাজ পড়ব, যাকাত দিব, হজ্ব করব। যেগুলোর মধ্যে আত্মার তৃপ্তি রয়েছে।’

স্বেচ্ছায় নাকি কারো প্ররোচনা বা জোর পুর্বক ইসলাম ধর্ম গ্রহন করেছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না , কারো প্ররোচনায় নয়, আমি সস্ত্রীক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছি, ইসলাম কে ভালবেসে।’

তিনি আরো বলেন, ‘আমাদের হিন্দু ধর্মে পথের শেষ নেই, কালী পূজা, দুর্গা পূজা আরো কত কি? কিন্তু ইসলাম ধর্মে পথ একটাই তা হলো আল্লাহর রাস্তা। এজন্যই আমি ইসলামকে ভালবেসেই মূলত ইসলাম গ্রহণ করেছি এবং নতুন নাম রেখেছি মো: বিপ্লব হোসাইন।’

এসআই বিপ্লবের স্ত্রী বলেন, ‘আমিও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, আমার স্বামী বা কারো প্ররোচনায় নয়, ইসলাম ভালো লাগে তাই মুসলমান হয়েছি, আমার আগের নাম ছিল মন, এখন আমার নাম শারমিন আক্তার।’

এসআই বিপ্লব হোসাইনের গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানায়। বর্তমানে তিনি ময়মনসিংহের তারাকান্দা থানায় কর্মরত আছেন।

ইসলাম ধর্ম গ্রহণ করায় তাদের স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিসহ এলাকার সর্ব স্তরের মানুষ।

এস আই বিপ্লবের বন্ধু বাবু বলেন, ‘বিপ্লবের আগে থেকেই ইসলামের প্রতি টান ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছেন জেনে ভালো লাগছে। আমি তাকে স্বাগত জানিয়েছি।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ