শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ফুলপুরে বেফাকের উপজেলা কার্যকরী কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী সর্বোচ্চ দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়া মাদরাসা অফিস রুমে বুধবার বিকালে বেফাকের উপজেলা কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা আইন উদ্দিনকে সভাপতি ও গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেককে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা ময়মনসিংহ জেলা বেফাকের সাধারণ সম্পাদক আল্লামা মুফতী আহমাদ আলী ও সদস্য এ এইচ এম আব্দুস সবুর খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মুফতী আজিম উদ্দিন শাহ জামালী ও মাওলানা মুবাশ্বির হুসাইন সাকী, সহসম্পাদক মাওলানা আবুল কাসেম ও মাওলানা হাবীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ এরশাদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ আশরাফ, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা আতাউল্লাহ, তা’লীম ও তরবিয়াত সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, তথ্য সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুজিবুর রহমান, তাহযীব ও দা’ওয়াহ সম্পাদক মাওলানা এনামুল হাসান প্রমুখ।

বালিয়া মাদরাসার শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হককে প্রধান উপদেষ্টা করে এ সময় ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

সদস্যদের আরও কয়েকজন হলেন, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুহিউদ্দিন, মাওলানা মাসউদ, মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা মাহমূদুল হক মানিক, হাফেজ লুৎফুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ হারুনুর রশিদ, মুফতী মাসুক, হাফেজ মীযানুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মুফতী আমির উদ্দিন, মাওলানা মাহমূদুল হাসান উসামা, মাওলানা আতহার আলী মাসূম, মাওলানা আব্দুর রহীম প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ