শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সৃজনঘরের উদ্যোগে দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৃজনঘর সাহিত্য ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে সম্পন্ন হল দিনব্যাপী লেখালেখি কর্মশালা ২০১৭।

১৩ অক্টোবর শুক্রবার, নাজাত ইসলামী মারকাজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

সকাল নয়টা থেকে শুরু হওয়া কর্মশালায় সভাপিতত্ব করেন সৃজনঘরের সভাপতি হাফিজ মাওলানা আহমদ কবীর খলীল।

কবি মীম সফিয়ানের সঞ্চালনায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করেন ইতিহাস বিশ্লেষক ও গবেষক, বিজয়ের সন্তান খ্যাত কবি মুসা আল হাফিজ, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ এবং প্রধান প্রশিক্ষক, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন

আবৃত্তিকার কবি মীম সুফিয়ানের নেতৃত্বে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সরব আবৃত্তি বলয় সিলেট।

কর্মশালায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আহমদ আবদুল্লাহ, কাজি আমিন, শালীন আহমেদ ও দাবানলের শিল্পীরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সৃজনঘরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ রাহমান এবং পরিচিতিমূলক বক্তব্য দেন তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা হামমাদ রাগিব।

কর্মশালায় অনলাইন বিষয়ক সম্পাদক, ছড়াকার হাম্মাদ তাহমীমের প্রথম ছড়াগ্রন্থ ‘ছন্দপাতার দ্বন্দগুলো’র মোড়ক উন্মোচন করা এবং ২০১৬-১৭ সেশনের সৃজনঘর সভাপতি আহমদ কবীর খলীল এবং সম্পাদক সাইফ রাহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সৃজনঘর।

অনলাইন বিষয়ক সম্পাদক কবি হাম্মাদ তাহমীমকে (তাঁর প্রথম ছড়াগ্রন্থের জন্যও) সম্মাননা ক্রেস্ট প্রদান করে সৃজনঘর।

এছাড়া প্রশিক্ষণার্থীদের তিনজনকে প্রতিযোগীতাপূর্বক বিজয়ী হিসেবে কাতিব মিডিয়ার সত্ত্বাধিকারী জনাব ইনাম বিন সিদ্দিকের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

কর্মশালায় প্রধান অথিতি ও প্রশিক্ষকের আলোচনায় জনাব যাইনুল আবিদীন নবীন লেখকদের উদ্দেশে বলেন, একজন ভালো ও প্রতিষ্ঠিত লেখক হতে হলে ‘পড়া পড়া এবং পড়া’ এই শ্লোগানকে বক্ষে ধারণ করতে হবে।

সমাপনি বক্তব্যে লেখালেখিকে মানবতা বিকাশের উৎকৃষ্টতম একটি মাধ্যম উল্লেখপূর্বক সৃজনঘর সভাপতি জনাব আহমদ কবীর খলীল লেখিয়ে বন্ধুদের সৃজনঘরের সাথে থাকার আহ্বান জানান।

তিনি কর্মশালা বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, বিশেষভাবে নাজাত ইসলামী মারকাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা করেন।

পরিশেষে প্রশিক্ষণার্থী ও সুধীমহলের অনুভূতি শ্রবণপূর্বক মোনাজাতের মাধ্যমে কর্মশালা শেষ হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ