আওয়ার ইসলাম : রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারের নাগরিক নয় এবং তারা কখনো নাগরিক ছিলো না বলে মন্তব্য করেছে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং।
বৃহস্পতিবার মিয়ানমারে মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্সিয়েলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেন তিনি। পরে নিজের ফেসবুক পেজেও দেন তা।
তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে আজ রিপোর্ট করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মিন অং হ্লাইয়াং রোহিঙ্গাদের ‘বাঙালি’ এবং তারা মিয়ানমারের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। আর সাবেক ব্রিটিশ ঔপনিবেশকে দায়ি করেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং বলেছিলেন, রোহিঙ্গারা স্বীকৃতি দাবি করছে অথচ তারা কখনো মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না। এটি ‘বাঙালি’ ইস্যু। আর এই সত্য প্রতিষ্ঠায় একতাবদ্ধ হওয়া প্রয়োজন।