শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাবির সব বিভাগে ভর্তি হতে পারবেন মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন মাদরাসা শিক্ষার্থীরা। ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্কসহ যেকোন বিভাগে ভর্তির সুযোগ পানে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এমনটাই জানা গেছে।

এর আগে বাংলা, ইংরেজী, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং উইমেন এন্ড জেন্ডার স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের ইংরেজি ও ২০০ নম্বরের বাংলা থাকবার শর্তারোপ করা হয়।

কিন্তু মাদরাসা শিক্ষার্থীরা ১০০ নম্বরের ইংরেজি ও বাংলা অধ্যয়ন করতেন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থনীতিকে ‘ইসলামী অর্থনীতি’ নামে অধ্যয়ন করেন, সে কারণে শর্তানুসারে তারা ঢাবিতে সব বিভাগে ভর্তি হতে পারতেন না।

এনিয়ে দেশজুড়ে সমালোচনা আন্দোলনের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে। দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষার্থীরা ঢাবিতে ভালো বিভাগে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত থাকেন।

পরবর্তীতে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বর বাধ্যতামূলক করে মাদরাসা শিক্ষায় সংস্কার ও পরিবর্তন করা হয়।

এবার ঢাবিতে মাদরাসা বোর্ডের অধীনে থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের সবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের ইংরেজি ও ২০০ নম্বরের বাংলা রয়েছে। তাই এবার ঢাবিতে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন বিভাগে জারি করা শর্ত পূরণ হয়েছে। একারণে এবারই প্রথম ব্যাচ হিসেবে সব শর্ত পূরণ করে মাদরাসার শিক্ষার্থীরা যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন।

এবিষয়ে ঢাবির ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামন সংবাদ মাধ্যমকে জানান, মাদরাসা শিক্ষার্থীরা ঢাবির যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন কি পারবেন না এমন প্রশ্নের কোন অবকাশ নেই। শর্ত পূরণ করলে তারা যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। -ক্যাম্পাসলাইভ

ঢাবি ভর্তি পরীক্ষায় মাদরাসার জয়জয়কার; এক মাদরাসা থেকেই ৮৪ জন, আছে কওমি’র শিক্ষার্থীও


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ