শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মুসলিম শিক্ষার্থীদের শুকরের মাংস খেতে চাপ ফরাসি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : ফরাসি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠানের ছাত্রাবাসে থাকে তাদের শুকরের মাংস খাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়ে থাকে প্রতি বছর।

শিক্ষাবর্ষের শুরুতেই তাদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের ক্যান্টিন থেকে যে খাবার দেওয়া হবে তা খেতে হবে। এটি প্রতিষ্ঠাসমূহের আভ্যন্তরীণ বিধান। এই নিয়ম মানা ছাত্রাবাসে থাকা প্রতিটি ছাত্রের জন্য জরুরি।

তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে খাবার দেওয়া হয় এর বাইরে নিজস্ব ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাবার ব্যক্তিগত উদ্যোগে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানের পক্ষে তা ব্যবস্থা করা অসম্ভব। তাছাড়া অভিবাকদের জন্য তাদের সন্তানদেরকে নিজস্ব ধর্মের আচার আচরণ ও সংস্কৃতি অনুযায়ী গড়ে তুলতেও কোনো বাধা নেই।

ফ্রান্সের সংবিধানের ৩৭১ নং ধারায় বলা হয়েছে, ‘বাবা-মা তাদের সন্তানদের স্বার্থ রক্ষার অধিকার সংরক্ষণ করে। সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাবা-মায়ের পরিচয়ে পরিচিত হবে। বাবা মা তার নিরাপত্তা, স্বাস্থ্য, নৈতিকতা ও শিক্ষার দায়িত্ব নেবেন। যা তার ব্যক্তি সত্তার উন্নতির জন্য সহায়ক হবে।’

নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আইনের 8 নং ধারায় বলা হয়েছে, ‘এই সব শিক্ষাপ্রতিষ্ঠানের অভিবাকদের স্বাধীনতা প্রদানের প্রতি গুরুত্বারোপ করে হবে, যাতে তারা তাদের সন্তানদেরকে ব্যক্তিগত আস্থার জায়গায় ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার স্বাধীনতা সংরক্ষণ করতে পারে।’

সূত্র : আল ইসলাম আল ইয়াউম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ