শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সূর্যের হাসি ক্লিনিকে ২৪ রোহিঙ্গা নারীর ফ্রি ডেলিভারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : টেকনাফের  হ্নীলায় সুর্যের হাসি নামের একটি ক্লিনিকে গত ২১ দিনে ২৪ জন রোহিঙ্গা নারীর বিনামুল্যে ডেলিভারী সেবা দেয়া হয়েছে বলে জানা গেছে।

ক্লিনিকে  ডেলিভারী সেবা নেয়া রোহিঙ্গা মা এবং শিশুরা সুস্থ অবস্থায় ক্লিনিক ত্যাগ করেছেন। তাছাড়া উক্ত ২১ দিনে ৫৮৭ জন সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে বিভিন্ন সেবা প্রদান করেছে ক্লিনিকটি। টেকনাফের স্থানীয় একটি সংবাদ মাধ্যম  সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফের হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিকটির অবস্থান টেকনাফ-কক্সবাজার প্রধান সড়ক সংলগ্ন। তাছাড়া সীমান্তের নাফ নদীর অতি নিকটে। মিয়ানমারের রাখাইন প্রদেশ হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে পথিমধ্যেই সন্তান সম্ভাবা রোহিঙ্গা নারীদের প্রসব বেদনা শুরু হলে পরিচিত এবং স্থানীয়দের সহযোগিতায় নিকটস্থ হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিকে নিয়ে যান তারা । সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, প্যারামেডিক, ধাত্রী ও নার্সদের সহায়তায় সুন্দরভাবে ডেলিভারী সম্পন্ন করা হচ্ছে।

ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরী বলেন, এ পর্যন্ত কোন রোহিঙ্গা প্রসূতীর জঠিলতা পাওয়া যায়নি। ২১ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্লিনিকে আসা রোহিঙ্গা ২৪ জন প্রসূতী মা’কে  প্রসব সেবা দেওয়া হয়েছে। তারা সকলেই নিঃস্ব অসহায় হয়ে সূর্যের হাসি ক্লিনিক হতে প্রসব সেবা গ্রহন করেন। সেবা পরবর্তী সকলেই নিজ নিজ ক্যাম্পে চলে যান। এছাড়াও প্রতিদিন রোহিঙ্গা শরণার্থীদের ডেলিভারীসহ সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে’।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ