শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

টেস্ট ম্যাচে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচে জয় পেল বাংলাদেশ। ঢাকার মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ।

গতকাল তৃতীয় দিনের খেলা শেষে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো এ টেস্ট ম্যাচ সহজে জিততে পারে। চতুর্থ দিনের শুরুতে ভালোই শুরু করেছিল অস্ট্রেলিয়া।

গতকাল দুই উইকেটে ২৮ রান নিয়ে শেষ করার পর আজ ডেভিড ওয়ার্ণার এবং স্টিভ স্মিথের জুটি ১৩০ রান করে। এ জুটির খেলা দেখে মনে হচ্ছিল সহজে জিততে যাচ্ছে অস্ট্রেলিয়া।

কিন্তু বল হাতে বাংলাদেশের সাকিব আল হাসানের একের পর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়া।

সাকিব আল হাসান পাঁচ উইকেট তুলে নেন। ডেভিড ওয়ার্ণারকে ফিরিয়ে দেবার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ৪২ রানের মধ্যেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে জয় পেলো বাংলাদেশ। চতুর্থ দিনে সাকিব আল হাসানের পাঁচ উইকেট ছাড়াও তাইজুল ইসলাম তিনটি এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন দুটি উইকেট।

তবে বাংলাদেশের সাকিব আল হাসান মন্তব্য করেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হয়তো ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারে।

প্রথম টেস্টে জয়ের মধ্য দিয়ে সাকিব আল হাসানের মন্তব্য অর্ধেক সত্যি বলে প্রমাণ হয়েছে। বাকি অর্ধেকের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী টেস্ট ম্যাচের জন্য। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ