শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কুড়িগ্রামে বন্যার্তদের খাবার দিচ্ছে কয়েকটি কওমি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : কুড়িগ্রামের বন্যাদুর্গত ফুলবাড়ি উপজেলার আলেমগণ সাধারণ মানুষের সাহায্যে নানা উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। তারা ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ দুর্গত মানুষের মাঝে খাবার, পানি ও ওষুধ বিতরণ করছেন।

ফুলবাড়ির এলাকায় অবস্থিত কোনো না কোনো কওমি মাদরাসা প্রতিদিনই তৈরি খাবার বিতরণ করছেন দুর্গত মানুষের মাঝে। প্রতিদিন একশো থেকে দেঢ়শো প্যাকেট খাবার বিতরণ করছেন তারা। তবে চাহিদা অনেক বেশি।

কুড়িগ্রামের দারুল আযহার ক্যাডেট মাদরাসার পরিচালক মাওলানা ফেরদাউস হোসাইন আওয়ার ইসলামকে বলেন, ‘বন্যার পানি আসার পর থেকে আমরা এলাকার মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছি। প্রয়োজন অনুযায়ী দিতে পারছি না। কিন্তু সাধ্যানুযায়ী চেষ্টা করছি।’

খাবার প্যাকেট করছেন মাদরাসার ছাত্র ও শিক্ষক

মাওলানা ফেরদাউস আরও জানান, ইচ্ছে থাকার পরও আর্থিক কারণে তারা প্রতিদিন খাবার বিতরণ করতে পারছেন না। মাদরাসার ফান্ড, মানুষের সাহায্য ও ব্যক্তি উৎস থেকে কিছু টাকা জমলেই তিনি খাবার তৈরি করে বিতরণ করছেন।

শুধু খাবার বিতরণই নয় বরং আশ্রয়হীন মানুষের আশ্রয়ও মিলেছে মাদরাসায়। ফুলবাড়ি উপজেলার অপর একটি মাদরাসা সাবিলুর রাশাদ মাদরাসায় ৩য় তলায় আশ্রয় দেয়া হয়েছে বেশ কিছু বন্যার্ত মানুষকে।

সাহায্য ও ত্রাণ বিতরণের কাজ প্রত্যেক প্রতিষ্ঠান পৃথকভাবে করলেও পরস্পরকে সাহায্য করছেন প্রত্যেকে।  মাওলানা ফেরদাউস বলেন, ‘আমরা প্রত্যেকেই পৃথকভাবে মানুষকে সাহায্য করছি। কিন্তু যেদিন আমি আয়োজন করতে পারছি না, সেদিন অন্য যে আয়োজন করছে তাকে সাহায্য করছি।’

বিতরণের প্রস্তুত খাবারের প্যাকেট

আপনাকে কে কে সাহায্য করছেন? উত্তরে তিনি বলেন, ‘ঢাকার হাফেজ্জি হুজুর সাহায্য সংস্থার মাওলানা ইমরান হুসাইন হাবিবি অনেক সহযোগিতা করছেন। এছাড়া স্থানীয়দের মধ্যে হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা শাহীনুর রহমান এবং সাবিলুর রাশাদ মাদরাসার মাওলানা ফেরদাউস হোসাইন।

কাতারে দীপ্তিমান নক্ষত্র; বাংলাদেশের মাওলানা আব্দুল আওয়াল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ