শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

স্বীকৃতি বাস্তবায়ন লিঁয়াজো কমিটিতে অন্তর্ভূক্ত হলেন মাওলানা মাযহারুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি মাদরাসার শিক্ষাসনদের স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে গঠিত লিয়াজো কমিটির সদস্য হলেন মাওলানা মাযহারুল ইসলাম। কমিটির পঞ্চম সদস্য হিসেবে তার অন্তর্ভূক্তি হলো।

মাওলানা মাযহারুল ইসলাম কারওয়ান বাজার জামিয়া আম্বরশাহ ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস ও আম্বরশাহ শাহি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর বৈঠক তার অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেছেন।

মাওলানা মাযহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে বলেন, ‘অন্তর্ভূক্তির বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয় নি।’

অন্তর্ভূক্তির কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে তিনি বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে কাজের সুযোগ করে দিয়েছেন এবং মুরব্বিদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আগ থেকেও এ কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এখন প্রাতিষ্ঠানিক দায়িত্ব আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত ৯ জুলাই হাইআতুল উলয়ার এক শীর্ষ বৈঠকে কওমি শিক্ষা সনদের স্বীকৃতি বাস্তবায়নের কাজকে তরান্বিত করতে ৪ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি গঠিত হয়। কমিটির সদস্যগণ হলেন, ১. মাওলানা আবদুল কুদ্দুস, ২. মাওলানা মাহফুজুল হক, ৩. মাওলানা নুরুল আমিন ও ৪. মুফতি রুহুল আমিন। এ ৪জনের সাথে নতুন করে যুক্ত হলেন মাওলানা মাযহারুল ইসলাম।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ