শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মাওলানা সাদের নতুন রুজুনামা; পর্যালোচনা করছে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী, দারুল উলুম দেওবন্দ, ভারত

তাবলিগ জামাতের মতানৈক্য থেকে সৃষ্ট বিশৃংখলা থেকে শিক্ষার্থীদের বাঁচাতে সাময়িকভাবে দেওবন্দের চার দেয়ালে বন্ধ ঘোষণা করা হয়েছিলো তাবলিগের কার্যক্রম৷ এ সিদ্ধান্তের কয়েক দিনের মাথায় নিযামুদ্দীন থেকে এসেছে মাওলানা সা’দ কান্ধলভি হাফিজাহুল্লাহ-এর নতুন রুজুনামা৷ রুজুনামায় সকল প্রকার মতানৈক্য থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন তিনি। নতুন রুজুনামায় তিনি পূর্বে রুজু না করা বিষয়াদি থেকেও রুজু করেছেন৷

মাওলানা সাদের রুজুনামার বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতি আমিন পালনপুরী৷

রুজুনামা বিষয়ে তিনি বলেন, মাওলানা সাদের রুজুনামা আমাদের হাতে এসেছে, তবে বিষয়টি পর্যবেক্ষণ করছে দেওবন্দ৷ প্রতিটি বিষয়েরই একটা সময় সীমা থাকে৷ সময় পার হওয়ার সেই জিনিস কোনো কাজে আসে না৷ তাই নতুন রুজুনামা এলেই সব সমাধান হয়ে যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ তা গ্রহণযোগ্য হতে হবে দেওবন্দের৷

অপরদিকে দেওবন্দের এই সিদ্ধান্ত সামনে রেখে বিভিন্ন ব্যক্তিদের মাঝে মতের ভিন্নতা দেখা গেছে। উর্দু খবরে রোজনামা এক প্রতিবেদনে এ বিষয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মতামত প্রকাশ করেছে৷

দেওবন্দে তাবলীগ জামাতের কার্যক্রম স্থগিত ঘোষণা

দেওবন্দের পার্শ্ববর্তী এলাকা টাপ্রির চেয়ারম্যান মাওলানা ইয়াহইয়া কারিমী বলেন, দেওবন্দ তার ফায়সালায় নতুনভাবে চিন্তা করুক৷ দেওবন্দ তার সিদ্ধান্ত থেকে ফিরে আসুক৷ সমস্যা নিরসনে দেওবন্দকেই এগিয়ে আসতে হবে৷

ভারতের পাঞ্জাব প্রদেশের জমিয়তে উলামায়ে হিন্দের আমির আল্লামা খালেদ হারিয়ানী বলেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নেয়া প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাপার৷ অনুরূপ দেওবন্দের ফায়সালাও তার নিজস্ব ব্যাপার৷ দারুল উলুম পুরো বিশ্বের জন্য কল্যাণ কামনা করেই নিয়েছে এ সিদ্ধান্ত৷

দেওবন্দের স্থানীয় ডাক্তার আল্লামা কমারুদ্দীন কাসেমী বলেন, দারুল উলুম সময়েপযোগী সিদ্ধান্তই নিয়েছে৷ পুরো উম্মত পা ফসকে পড়ে যাওয়ার আগ মুহূর্তেই দেওবন্দ সবাইকে হাত ধরে বাঁচিয়েছে৷

তাবলিগের ব্যাপারে চার সিদ্ধান্ত; শীর্ষ আলেমদের বৈঠক

হিমাচল প্রদেশের শিমলা এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম আল্লামা মুমতাযুদ্দীন কাসেমী বলেন, দেওবন্দ যথাযথ ফায়সালাই নিয়েছে৷ এর চেয়ে উত্তম ফায়সালা আর কী হতে পারে যে, মানুষকে গোমরাহীর পথ থেকে বাঁচাতে গোমরাহীর পথই বন্ধ করে দিয়েছে! যথাযথ সিদ্ধান্ত নিয়েছে দেওবন্দ৷ পৃথিবীবাসীর উচিত উক্ত ফায়সালা সমর্থন করা৷

বিহার প্রদেশের ইমাম-খতিব ঐক্য পরিষদের আমির মুফতি যাহেদ হুসাইন নুহ বলেন, দারুল উলুম যথাসময়ে যথাযথ ফায়সালাই নিয়েছে৷ দেওবন্দই আমাদের মারকাজ৷ দেওবন্দিয়্যাতই আমাদের জীবন-মরণ৷ তাই দেওবন্দের সকল ফায়সালাও আমাদের অনুসরণীয়৷

দেওবন্দ এলাকার বিশিষ্ট সাংবাদিক মাওলানা সাবের কাসেমী বলেন, দেওবন্দ শুধু হিন্দুস্থান নয় পুরো বিশ্বের মারকায৷ দেওবন্দের ফায়সালা আমাদের অনুসরণীয়৷ দেওবন্দের সিদ্ধান্ত পুরো বিশ্বের সিদ্ধান্ত৷ পুরো বিশ্বের সকল মাদরাসার উচিত কোনো রূপ চিন্তা ফিকির ছাড়াই দেওবন্দের উক্ত ফায়সালার সমর্থন করা৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ